শুধুই কলকাতার ইডেনে গার্ডেনে শ্যুট করেই থামেননি তিনি। টিমের সঙ্গে তিনি পৌঁছে গিয়েছেন হাওড়া আন্দুলেও। সেখানে আন্দুল রাজবাড়ির মাঠে তাঁর স্কুলবেলা ক্যামেরাবন্দি হয়েছে। সাদা শার্ট, মেরুন স্কার্ট পরা অনুষ্কা তখন স্কুল-কিশোরী। স্কুলের ফাঁকে মাঠে তাঁর বয়সী ছেলেদের জুটিয়ে চুটিয়ে ক্রিকেট খেলছেন। খেলার নেশায় শার্টের একটি দিক উঠে ঝুলছে স্কার্টের বাইরে। পর্দার ‘ঝুলন’-এর সে দিকে হুঁশই নেই! তিনি কাঁধে ব্যাট নিয়ে রাজার ভঙ্গিমায়।
এরই ফাঁকে তিনি চেখে দেখেছেন কলকাতার খাবার। যে কোনও শহর তার খাবারের জন্য প্রসিদ্ধ। কলকাতার তো কথাই নেই। সরবৎ থেকে ঝালমুড়ি হয়ে কচুরি... সবেতেই সেরা। আর তাই অনুষ্কার সকালের জলখাবারে কখনও ঝালমুড়ি। দুপুরের টিফিন পেয়ারা মাখা। বিকেলে গলা ভিজিয়ে নিয়েছেন প্যারামাউন্টের সরবতে। লস্যি, ঘোল, গোলাপের সরবৎ ছিল তালিকায়।