হামিঃ হামিঃ ২০১৮ সালে এই ছবি মুক্তি পেয়েছিল। এই ছবির মুলেই ছিল খুদে পড়ুয়াদের নিয়ে স্কুলে নানা সমস্যা। পরিবারের কপালে ভাঁজ পড়ার নানা কারণকে বুড়ো আঙুল দেখিয়ে কীভাবে ছোটদের মনকে জয় করতে হয়, তাদের আবেগকে আয়ত্বে আনতে হয়, সেই গল্পই বলা হয়েছে এই ছবিতে। মুখ্য ভুমিকাতে ছিলেন, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য।