নুসরতের দাবি মেনেও নেন নিখিল। কিন্তু নিখিলের দাবি, স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের আওতায় অনুরোধ করলেও রেজিস্ট্রেশন করেননি নুসরত। কিন্তু স্বামী-স্ত্রীর মতোন জীবনযাপন করেছেন তারা। তাই অ্যানালমেন্টের মাধ্যমেই নুসরতের থেকে পুরোপুরি আলাদা হতে চাইছেন নিখিল, আর সেই কারণেই এই বিচ্ছেদের মামলা।