রাত ৯ টায় ৯ মিনিট, প্রদীপের আলোয় ঝলমলে বি-টাউন সামিল প্রার্থনায়

এবার আর করতালি কিংবা কাঁসর, ঘণ্টা নয়। এবার করোনা মোকাবিলায় গোটা দেশ একত্রিত হল প্রদীপ, টর্চ সহযোগে। প্রধানমন্ত্রীর ডাকে রাত নয়টায় নয় মিনিট ঘরের আলো বন্ধ করে আলো জ্বেলে প্রার্থনাতে সামিল হল গোটা দেশ। এটা একার যুদ্ধ নয। প্রতিটা মানুষ একে অন্যের পাশে রয়েছেন প্রতিটা মুহূর্তে। আলোর শিখা যেন সেই জানান দিয়ে গেল রবিবার রাতে। আলো সেজে উঠল বলি-পাড়াও। বাদ পড়লেন না তারকারাও। 

Jayita Chandra | Published : Apr 6, 2020 6:34 AM IST
112
রাত ৯ টায় ৯ মিনিট, প্রদীপের আলোয় ঝলমলে বি-টাউন সামিল প্রার্থনায়
ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত ৯টা। সেজে উঠেছিল গোটা দেশ। রবিবার এভাবেই একে অন্যের পাশে থেকে করোনা মোকাবিলাতে সামিল হল বলিউড। প্রদীপ জ্বালালেন ক্যাটরিনা কাইফ।
212
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন একই সঙ্গে এখন কোয়ারেন্টাইনে। করতালি দিয়ে সামিলের পর এবার তাঁরাও বাড়িতে প্রদীপ জ্বালালেন।
312
জনতা কার্ফুর দিন পরিবারের সকলের সঙ্গে অমিতাভ বচ্চন বাড়ির ছাদে উঠে হাততালি হয়েছিলেন। এবারও টর্চ জ্বেলে সামিল হলেন প্রধানমন্ত্রীর ডাকে।
412
অক্ষয় কুমার দেশের প্রতিটি বিষয় বরাবরই সজাক থাকেন। এর আগে সৈকতের ধারে সকলকে উৎসাহ দিয়ে হাততালি বাজিয়ে ছিলেন। এবার প্রদীপ জ্বেলে সেই ছবি শেয়ার করলেন।
512
কৃতি স্যাননও সকলের সঙ্গে প্রদীপ জ্বালালেন ঠিক রাত ৯ টায়। এক অঘোষিত যুদ্ধে সামিল গোটা দেশে। পাশে থাকলেন তিনিও।
612
পরিবারের সকলকে নিয়ে প্রদীপ জ্বালালেন ধর্মেন্দ্র-হেমা। মেয়ের সঙ্গে প্রদীপ জ্বেলে ছবি তুলে তা শেয়ারও করেন ভক্তদের সঙ্গে।
712
কার্তিক আরিয়ান, এর আগে জনতা কার্ফুর দিন মাথায় বালতি নিয়ে ছবি পোস্ট করেছিলেন, বাজিয়ে ছিলেন থালা। এবার প্রদীপ জ্বালাতে সামিল বলেন গোটে দেশের সঙ্গে।
812
সংকটে গোটা দেশ। এই কঠিন সময় মানুষকে উৎসাহ দিতে প্রদীপ জ্বালালেন সানি লিওন। প্রদীপ জ্বালানোর ছবি শেয়ার করেন পরিণীতি চোপড়াও।
912
প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন রজনীকান্তও। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল তাঁর সেই মুহূর্তের ছবি।
1012
প্রদীপ জ্বালিয়ের সকলের সঙ্গে সামিল হলেন বানী কাপুরও। নেট দুনিয়ায় শেয়ার করলেন সেই ছবি।
1112
প্রদীপ জ্বালানোর ছবি না দিলেও, সোশ্যাল মিডিয়ায় সেলিব্রশনের ছবি শেয়ার করলেন শ্রদ্ধা কাপুর।
1212
বাড়ির বারান্দায় অমিতাভ। হাতে টর্চ নিয়ে চেয়ে আকাশের দিকে। সকলের সঙ্গে এদিন তিনিও সামিব প্রার্থনায়।
Share this Photo Gallery
click me!

Latest Videos