এষা গুপ্ত (Esha Gupta), এক কথায় তিনি হলেন ইন্টারনেটের ট্রেন্ডিং (Trend Look) স্টার। তাঁর লুক থেকে শুরু করে বোল্ড পোজ, এক কথায় নজর কাড়ে সকলেরই। সোশ্যাল মিডিয়ার পাতায় মাঝে মধ্যেই তাঁর পোস্ট সৃষ্টি করে চাঞ্চল্যতা, কেবল পোজ দিয়েই হট লুকে কীভাবে ঝড় তুলতে হয়, তার চমক প্রতিটা ফ্রেমেই মেলে।