বারটেন্ডার হিসেবে পথচলা শুরু, আজ তাঁরা হলিউডের জনপ্রিয় তারকা

Published : Mar 25, 2020, 02:25 PM IST

এখন কেউ হাইয়েস্ট পেড অভিনেতা, তো কেউ জনপ্রিয় হোস্ট, তাঁদের ব্যাঙ্ক ব্যালেন্স দেখলে বারটেন্ডিং কথা কারও মাথাতেও আসবে না। হলিউড অভিনেত্রী স্যান্দ্রা বুলক থেকে শুরু করে এলেন জিনেরস, ব্রুস উইলিস সহ অনেকেই বিনোদন জগতে পা রাখার ছিলেন বারটেন্ডার। 

PREV
110
বারটেন্ডার হিসেবে পথচলা শুরু, আজ তাঁরা হলিউডের জনপ্রিয় তারকা
স্যান্দ্রা বুলকঃ আজ তিনি হলিডের হাইয়েস্ট পেড অভিনেত্রীদের মধ্যে একজন হলেও এক সময়, হোস্টেস, বারটেন্ডার, ওয়েট্রেস তিন ধরনের কাজই করেছেন স্যান্দ্রা।
210
ব্রুস উইলিসঃ হলিউডের জনপ্রিয় অভিনেতা হওয়ার আগে বারটেন্ডিং করতেন নিউ ইয়র্কের একটি ক্যাফেতে।
310
এলেন ডিজেনারসঃ ছোটপর্দা জনপ্রিয় হোস্ট আজ এলেন। কিন্তু এক সময়, দ্যা বিগ ইজি নামেক একটি বারে বারটেন্ডিং করেছিলেন। সেখান থেকেই ধীরে ধীরে স্ট্যান্ড আপ কমেডি শুরু করেন।
410
মিলা কুনিসঃ হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী অভিনয় জগতে স্ট্রাগেল করার পাশাপাশি একটি বারেও কাজ করতেন।
510
রাসেল ক্রোঃ অস্কারপ্রাপ্ত এই অভিনেতার এক সময় বারে কাজ করা, টেবিলে টেবিলে অর্ডার নেওয়াই ছিল কাজ। এমনকি ক্যাসিনোর কাজও করেছেন রাসেল।
610
ডেবি হ্যারিঃ ব্লন্ডি নামক এই ব্যান্ডে জেন করার আগে ডেবি নিউ ইয়র্কের মিউজিক ভেন্যু ম্যাক্স ক্যানসাস শহরে ওয়েট্রেসিং করতেন।
710
এলেন পম্পেওঃ গ্রেজ অ্যানাটমির নায়িকা এলেন ১৯৯৬ সালে সোহো বার এবং গ্রিলে বারটেন্ডিং করতেন। সেখানেই এক কাস্টিং ডিরেক্টরের সঙ্গে পরিচয় হয় এলেনের। তাঁর সাহায্যেই বিনোদন জগতে পদার্পণ এলেনের।
810
কেলিসঃ আর অ্যান্ড বি-এর গায়িকা এক সময় শেফের কাজ করেছেন বিভিন্ন রেস্তোরাঁয়।
910
জন হ্যামঃ ম্যাড মেন অভিনয় করে জনপ্রিয় হওয়ার আগে, অভিনেত্রী কেলি লিঞ্চের পার্টিতে ওয়েটারের কাজ করতেন।
1010
মাইকেল ফ্যাসবেন্ডরঃ বছর কুড়ি বয়স যখন ছিল সেই সময় নিজের মা-বাবার রেস্তোরাঁয় ওয়েটারিংয়ের কাজ করতেন।
click me!

Recommended Stories