চোখ দিয়ে ধর্ষণ করছিল! হোটেল মালিকের বিরুদ্ধে অভিযোগ তোলা এষাকে চিনুন ছবিতে

যে কোনও সামাজিক সমস্যা নিয়ে প্রায়ই সোশ্য়াল মিডিয়ায় মতামত প্রকাশ করেন। সম্প্রতি জানান, নিজের এক খারাপ অভিজ্ঞতার কথা জানান অভিনেত্রী এষা গুপ্তা। এক হোটেলের মালিকের বিরুদ্ধে তিনি শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। 
 

swaralipi dasgupta | Published : Jul 9, 2019 8:53 AM IST / Updated: Jul 09 2019, 02:28 PM IST
18
চোখ দিয়ে ধর্ষণ করছিল! হোটেল মালিকের বিরুদ্ধে অভিযোগ তোলা এষাকে চিনুন ছবিতে
এষা এই বিষয়টি টুইট করে প্রকাশ্যে আনেন। গোয়ার সেন্ট রেগিস হোটেলের মালিকের বিরুদ্ধে অভিযোগ করেন এষা।
28
এষা নিজের টুইটারে লেখেন, আমার মতো একজন মহিলা যদি দেশে নিরাপদ মনে না করেন, তা হলে অন্যান্য মহিলাদের কেমন অবস্থা! দুজন দেহ রক্ষী থাকা সত্ত্বেও আমার মনে হচ্ছিল আমায় ধর্ষণ করা হচ্ছে।
38
হোটেলের মালিক রোহিত ভিগের নাম প্রকাশ্যেও আনেন এষা এই টুইটের মাধ্যমে।
48
এষা আরও একটি টুইট করে লেখেন, রোহিত ভিগের মতো পুরুষদের জন্যই মহিলারা নিরাপদ বোধ করেন না কোথাও। রোহিত ভিগের চোখের দৃষ্টিই যথেষ্ট এরকম মনে হওয়ার জন্য।
58
ওয়ান ডেঃ জাস্টিস ডেলিভারড ছবি মুক্তির জন্য পার্টি দিতে গিয়েছিলেন এষা। সঙ্গে বন্ধুরাও ছিল।
68
সেখানে গিয়েই এই অভিডজ্ঞতার সাক্ষী হতে হয় এষাকে। বেশ কয়েকবার ওই ব্যক্তিকে সাবধান করার পরেও একই রকম আচরণ করছিলেন তিনি, জানান অভিনেত্রী।
78
এর পরেই বাধ্য হয়ে রোহিত ভিগের ভিডিও করে রেখেছেন বলে জানান এষা। সঙ্গে টুইট করে ঘটনা প্রকাশ্য়ে আনেন।
88
রোহিত ভিগের দৃষ্টি এতটাই খারাপ ছিল যে শেষ পর্যন্ত এষার দেহরক্ষীরা তাঁকে আড়াল করে দাঁড়ান।
Share this Photo Gallery
click me!

Latest Videos