থালাইভা থেকে প্রভাস, করোনা সঙ্কটে অনুদানের দিক থেকে এগিয়ে কে

গোটা বিশ্ব জুড়ে করোনার ত্রাস। যত দিন যাচ্ছে মৃত্যুমিছিল যেন ত্রমশ বাড়ছে। সারা দেশ জুড়ে করোনা আতঙ্কে নাজেহাল বিশ্ববাসী। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। করোনার সাহায্যে এগিয়ে এসেছেন সর্বস্তরের মানুষ।  বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রায় সব দেশ। মহামারি থেকে বাঁচতে সকলেই আর্থিক অনুদান করছেন। করোনা মোকাবিলায় ত্রান তহবিলে এবার এগিয়ে এসেছে দক্ষিণী ইন্ডাস্ট্রি। প্রভাস থেকে রজনীকান্ত, কমল হাসান প্রত্যেকেই  সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। দেখে নিন আর্থিক সহয়তায় এগিয়ে রয়েছে কোন তারকা।

Riya Das | Published : Mar 28, 2020 2:32 PM / Updated: Mar 28 2020, 02:36 PM IST
18
থালাইভা থেকে প্রভাস, করোনা সঙ্কটে অনুদানের দিক থেকে এগিয়ে কে
করোনা ত্রাণে ১ কোটি টাকা দিয়েছেন 'বাহুবলী' খ্যাত স্টার প্রভাস।
28
করোনা মোকাবিলায় ৫০ লাখ টাকা দিয়ে আর্থিক সহায়তা করেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।
38
১ কোটি টাকা দিয়ে সাহায্য করেছেন দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী।
48
দক্ষিণী অভিনেতা কমল হাসান জনসেবার জন্য নিজের বাড়ি দিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন। তিনি এও বলেছিলেন যে তার বাড়িটিকে তিনি অস্থায়ী হাসপাতালে রূপান্তরিত করতে চান।
58
সুপারস্টার মহেশ বাবু করোনার জন্য ১ কোটি টাকা অনুদান করেছেন।
68
দক্ষিণী স্টার পবণ কল্যান ২ কোটি টাকা অনুদান করেছেন। তার মধ্যে কেন্দ্রীয় সরকারকে ১ কোটি টাকা এবং অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সরকারকে ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন।
78
প্রকাশ রাজও নিজের সাধ্যমতো ২৫ কেজি ওজনের ১৫০ ব্যাগ চাল অনুদান করেছেন।
88
দক্ষিণী স্টার রাম চরণ করোনা মোকাবিলায় ৭০ লক্ষ টাকা অনুদান করেছেন।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos