রণবীর জানিয়েছেন বিয়ের পরই তাঁরা দুজনেই নিজেদের কাজের জগৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। বিয়ের কয়েক দিন পরেই আলিয়া শ্যুটিংএ ফিরে গিয়েছিল। লন্ডন গিয়েছিলেন তিনি। আর রণবীর গিয়েছিল মানালিতে। এখনও হনিমুনে যাননি তাঁরা। রণবীর জানিয়েছেন এবার তাঁরা দুজনেই একসঙ্গে ছুটি নেওয়ার কথা ভাবছেন।