মেয়েকে সঙ্গে নিয়েই দ্বিতীয় বিয়ে সারলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী, দেখুন মেহেন্দি থেকে বিয়ের ছবি

Published : Feb 11, 2020, 02:22 PM ISTUpdated : Feb 11, 2020, 02:27 PM IST

 বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী কাম্য পাঞ্জাবি। তবে প্রথমবার নয়, দ্বিতীয়বার ছাদনাতলায় নবরূপে ধরা দিলেন টেলি অভিনেত্রী। প্রথম পক্ষের সন্তানকে সঙ্গে নিয়েই বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী। গতকাল দীর্ঘদিনের বন্ধু  সলভ ডং-এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন টেলি অভিনেত্রী কাম্য। দীর্ঘদিন ধরেই সলভের সঙ্গে সম্পর্কের থাকার পর বিয়ের পিড়িতে বসেন অভিনেত্রী। গায়ে হলুদ, মেহেন্দি থেকে বিয়ে ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। একনজরে দেখে নিন কাম্যর বিবাহ ডায়েরির একঝলক।

PREV
113
মেয়েকে সঙ্গে নিয়েই দ্বিতীয় বিয়ে সারলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী, দেখুন মেহেন্দি থেকে বিয়ের ছবি
বেশ কিছুদিন ধরেই টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী কাম্য পাঞ্জাবির বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়।
213
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী কাম্য পাঞ্জাবি।
313
দীর্ঘদিনের বন্ধু সলভ ডং-এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন টেলি অভিনেত্রী কাম্য।
413
মেয়ে আরাকে সঙ্গে নিয়ে গায়ে হলুদ সাড়েন অভিনেত্ররী। ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়।
513
মেহেন্দি অনুষ্ঠানে কাম্য। দুহাতে মেহেন্দি পরে ছবিতে পোজ দিয়েছেন কাম্য।
613
নিয়ম মেনে গুরুদুয়ারায় গিয়ে প্রথমে গায়ে হলুদ সারেন।
713
গুরুদুয়ারায় সলভ-কাম্য ।
813
গুরুদুয়ারায় গিয়ে আংটিও বদল করেন কাম্য ও সলভ।
913
প্রথম পক্ষের মেয়েকে সঙ্গে নিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন টেলি অভিনেত্রী। মায়ের বিয়ের প্রতিটি অনুষ্ঠানেই মেয়ে আরাকে দেখা গিয়েছে।
1013
বিয়ের দিন টেলিভিশনের একাধিক অভিনেতা, অভিনেত্রী, বন্ধু-বান্ধব সকলেই উপস্থিত ছিলেন।
1113
কেন প্রথমপক্ষের মেয়েকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন এই নিয়েই নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।
1213
বিয়ের আগে সলভের সঙ্গে বেড়াতে গিয়েও সমালোচকদের মুখে পড়েন কাম্য।
1313
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কোনও সমালোচনা শুনতে রাজি নন বলে স্পষ্ট জবাবও দিয়েছেন কাম্য।
click me!

Recommended Stories