কিন্তু, সেই ভিডিও দেখে অনেকেই বলেছেন, ভিডিওটি অঞ্জলি আরোরার। তাকেই দেখা গিয়েছে ভিডিও-তে অন্য কারও শরীর নয়। শোনা যাচ্ছে নেটিজেনরা বলেছিলেন, সেই ভিডিওটি অঞ্জলি আরোরা নিজেই বানিয়েছেন। অঞ্জলির এই কাজে বেশ চমক পেয়েছে সকলে। তবে, এই বিষয় এখনও সত্যতা জানা যায়নি।