নাটেরগুরু থেকে মিতিন মাসি, টলিউড সফরে সেরা দশে নানা রূপে কোয়েল

Published : Apr 28, 2020, 11:48 AM IST

টলিউড স্টার রঞ্জিত মল্লিকের মেয়ে, তাই টলি পাড়ায় নিজের জায়গা করতে খুব একটা কাল ঘাম ছোটাতে হয়নি কোয়েলকে- নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেত্রী। তবে প্রথম সুযোগটুকুই ছিল যথেষ্ট। এরপর একে একে চরিত্রে অভিনয় করে বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী, অভিনয়টা তাঁর মজ্জায় মজ্জায়। টলিউড সফরে এমনই কিছু কোয়েলের ছবি যা বক্স অফিসে ঝড় তুলেছিল। 

PREV
110
নাটেরগুরু থেকে মিতিন মাসি, টলিউড সফরে সেরা দশে নানা রূপে কোয়েল

নাটেরগুরুঃ ২০০৩ সালে নাটের গুরু ছবি দিয়েই শুরু হয়েছিল কোয়েলের পথ চলা। টলিউডে পা রেখে জিতের সঙ্গে এটাই তাঁর প্রথম ছবি। 

210

বন্ধনঃ ২০০৪ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। আবারও জিতের সঙ্গে রোম্যান্সে ঝড় তুলেছিলেন কোয়েল এই ছবিতে। 

310

শুভদৃষ্টিঃ ২০০৫ সালে জিত কোয়েলের এই ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। বেশ কয়েকমাস প্রেক্ষাগৃহে ছিল এই ছবি। 

410

মন মানে নাঃ দেবের সঙ্গে কোয়েলের জুটিও যে সুপার হিট তা প্রমাণ করেছিল মন মানে না ছবি। মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। 

510

সাত পাকে বাঁধাঃ জিতের সঙ্গে আরও একবার পর্দাচয় ঝড় তোলা রোম্যান্স। ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৯ সালে।

610

পাগলুঃ পাগলু ছবি এক কথায় আজও হিট। কোয়েল ও দেবের রোম্যান্স এতটাই মুগ্ধ করেছিল দর্শকদের, যে এই ছবির সিক্যুয়েলও এসেছিল। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১২সালে। 

710

ছায়া ও ছবি ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। এখানেও নয়া লুকে সকলকে তাক লাগিয়েছিলেন কোয়েল। 

810

ঘরে এণ্ড বাইরেঃ যিশু সেনগুপ্তের সঙ্গে কোয়েলের রোম্যান্স আগে নজর কাড়লেও বক্স অফিসে বাজিমাত করেছিল ঘরে এণ্ড বাইরে ছবি। 

910

মিতিন মাসিঃ ২০১৯ সালে প্রথম মহিলা গোয়েন্দা মিতিন মাসি পর্দায় উপস্থিত হন কোয়েল মল্লিকের লুকে। সেই ছবি সাড়া ফেলেছিল ভক্ত মহলে। 

1010

সাগরদ্বীপে জকের ধনঃ  ২০১৯ সালে আরও এক ছবি যা রহস্যগল্পের প্রেমপটে তৈরি, নয়া লুকে তুলে ধরেছিল কোয়েলকে।

click me!

Recommended Stories