নুসরত এক কাপ বেড-টি দিয়ে নিখিলের ঘুম ভাঙান! বিয়ের পরে কতটা সুখে আছেন, বললেন নববধূ
swaralipi dasgupta |
Published : Jun 25, 2019, 01:10 PM IST
তুরষ্কের বোদরুমে গিয়ে রাজকীয় কায়দায় বিয়ে করেছেন বসিরহাট কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ নুসরত জাহান। এক মাথা সিঁদুর নিয়ে স্বামী নিখিল জৈনের হাত ধরে শহরে ফিরেছেন নায়িকা। সংবাদমাধ্যমের কাছে জানালেন বিয়ের পরে কেমন আছেন তিনি।