নুসরত এক কাপ বেড-টি দিয়ে নিখিলের ঘুম ভাঙান! বিয়ের পরে কতটা সুখে আছেন, বললেন নববধূ

swaralipi dasgupta |  
Published : Jun 25, 2019, 01:10 PM IST

তুরষ্কের বোদরুমে গিয়ে রাজকীয় কায়দায় বিয়ে করেছেন বসিরহাট কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ নুসরত জাহান। এক মাথা সিঁদুর নিয়ে স্বামী নিখিল জৈনের হাত ধরে শহরে ফিরেছেন নায়িকা। সংবাদমাধ্যমের কাছে জানালেন বিয়ের পরে কেমন আছেন তিনি। 

PREV
110
নুসরত এক কাপ বেড-টি দিয়ে নিখিলের ঘুম ভাঙান! বিয়ের পরে কতটা সুখে আছেন, বললেন নববধূ
বিয়ে করে এই মুহূর্তে শপথের জন্য় দিল্লিতে রয়েছেন। বুধবার ফিরছেন শহরেষ নতুন বউয়ের সঙ্গে স্বামীও নিখিলও কিন্তু সফরসঙ্গী হয়েছেন।
210
ইতিমধ্য়েই আলিপুরের নতুন ফ্ল্যাটে শিফট করেছেন নুসরত ও নিখিল। ব্যবসায়ী নিখিলের পৈতৃক বাড়ির কাছেই নবদম্পতির এই নতুন ফ্ল্যাট।
310
এই ফ্ল্যাট নিজে হাতেই সাজিয়েছেন নুসরত। তাঁকে ফ্ল্যাট সাজানোতে সাহায্য় করেছেন তাঁর ননদ ও শ্বশুরবাড়ির লোকজন।
410
নুসরত জানান, নিখিল তাঁকে সারাদিন প্যাম্পার করেন। এমন ভাবে তাঁর সঙ্গে ম মেশেন, যেন তিনি কোনও সাম্রাজ্যের রাজকন্যা।
510
সারা দিনই বিভিন্ন বাহানায় বউয়ের প্রশংসা করতে থাকেন নিখিল। আর সেই জন্যই নুসরত জানান, তিনি যেন এখনও এক স্বপ্নের রূপকথার জগতে বাস করছেন।
610
নুসরত ও নিখিলের নাম ও পদবীর প্রথম অক্ষর এক। তাই পরস্পরকে নুসরত ও নিখিল এনজে বলে সম্বোধন করেন।
710
তুরষ্ক থেকে ফিরে মাড়োয়ারি মতেও বেশ কিছু রীতি পালন করেন নুসরত ও নিখিল। অনুষ্ঠানে শ্বশুরবাড়ির লোকজনও উপস্থিত ছিলেন।
810
রবিবার রাত থেকেই একান্তে সময় কাটাতে শুরু করেন নিখিল ও নুসরত। সোমবার সকালে ঘুম থেকে উঠে এক কাপ বেড টি দিয়ে নিখিলের ঘুম ভাঙান নুসরত।
910
তবে বিয়ের রূপকথার জগতে বাস করার সঙ্গে সঙ্গে তিনি রাজনৈতিক ময়দানেও কাজ শুরু করে দিয়েছেন।
1010
নুসরত বসিরহাটে যাচ্ছেন আগামী ২৮ জুন।
click me!

Recommended Stories