সন্দীপ্তার পায়ের তলায় সরষে! কোথায় কোথায় ঘুরলেন নায়িকা দেখলেন

swaralipi dasgupta |  
Published : Jun 18, 2019, 12:11 PM IST

লাইট ক্যামেরা অ্যাকশন এসবের মাঝেই হঠাৎ হঠাৎ বেরিয়ে বাক্স প্যাঁটরা নিয়ে বেরিয়ে পড়েন সন্দীপ্তা সেন  কখনও টেলিভিশন কখনও ওয়েব সিরিজ, সব মিলিয়ে ব্যস্ততাতেই কাটে সন্দীপ্তার দিন  তাই ছুটি পেলে তার সদ্বব্যবহার করেন সন্দীপ্তা দেখে নেওয়া যাক অভিনেত্রীর ট্রাভেল অ্যালবাম  

PREV
18
সন্দীপ্তার পায়ের তলায় সরষে! কোথায় কোথায় ঘুরলেন নায়িকা দেখলেন
সম্প্রতি ফ্রান্স থেকে ঘুরে এলেন সন্দীপ্তা। সন্দীপ্তার হলুদ জ্যাকেট যেন মেঘলা আকাশের ফ্রান্সকে আরও উজ্জ্বল করে তুলেছে।
28
কলকাতার কাঠফাটা গরমকে এড়াতে সন্দীপ্তা ঘুরে এলেন ফ্রান্স থেকে।
38
কলকাতার মানুষের প্রাণ গরমে ওষ্ঠাগত। আর সন্দীপ্তা ঘুরে এলেন বরফের দেশ থেকে।
48
সুইৎজারল্যান্ডের ট্রেনে উঠে ছবি তুললেন সন্দীপ্তা।
58
বরফ নিয়ে খেলা সন্দীপ্তার। গরম থেকে বাঁচতে টানা ১৩ দিনের ছুটি কাটিয়ে এলেন সুইৎজারল্যান্ড থেকে।
68
জুরিখ, লুৎজার্ন, মাউন্ট টিটলিস, ইন্টারলাকেনে ঘুরে বেড়ালেন সন্দীপ্তা সেন।
78
লক্ষদ্বীপ থেকেও বেশ কিছুদিন আগে ঘুরে এলেন সন্দীপ্তা সেন।
88
লক্ষদ্বীপের কদমত আইল্যান্ডে সন্দীপ্তা।
click me!

Recommended Stories