বিবাহবার্ষিকীতে সোনামকে শুভেচ্ছা আনন্দ আহুজার, কেমন ছিল তাদের এক বছরের বৈবাহিক সফর, দেখুন

Jayita Chandra | Published : May 8, 2019 7:22 PM
16
বিবাহবার্ষিকীতে সোনামকে শুভেচ্ছা আনন্দ আহুজার, কেমন ছিল তাদের এক বছরের বৈবাহিক সফর, দেখুন
সোনাম কাপুর ও আনন্দ আহুজার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বিয়ের আগেই। দীর্ঘ তিন বছর প্রেম করার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতি।
26
একসঙ্গে অনেক সময় কাটাতে পছন্দ করেন এই জুটি। ভ্রমণ থেকে শুরু করে উইকএণ্ড, সোশ্যাল মিডিয়ার ছবি পোস্ট করে সকলের নজর কারে আনন্দ আহুজা।
36
আনন্দ আহুজার খুব পচ্ছন্দের একটি বিষয় হল জুতো। নানান সময় তার ছবিতে এই বিষয়টি উঠে আসে। বিবাহবার্ষিকীতে পোস্ট করা ছবিতেও বাদ পরল না জুতো।
46
সোনাম কাপুর-ও সোশ্যাল মিডিয়াতে লেথেন, লণ্ডনে তাদের প্রথম সাক্ষাৎ-তেই সোনামকে ভালো লাগে আনন্দ আহুজা, আর সোনামও তখন বুঝতে পারে আনন্দই তার জীবন সঙ্গী হতে চলেছে।
56
কেবলই প্রেমে হাবুডুবু খাওয়া নয়, নিজেদের শরীরের প্রতি যত্নশীলতার বিষয় যথেষ্ট কঠোর সোনাম।
66
বিগত একবছরে বিনোদন জগত থেকে ব্যক্তিগত জীবন, সব অনুষ্ঠানেই এই জুটিকে একসঙ্গে দেখা গেছে ফ্রেমে।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos