বাংলা টেলিভিশন থেকে টলিউড-বলিউড, জেনে নিন ঋতাভরী চক্রবর্তীর বিনোদন জগতের পাঁচ কাহন

Published : May 06, 2019, 07:05 PM ISTUpdated : May 06, 2019, 07:06 PM IST

বিনোদন জগতে ঋতাভরী চক্রবর্তী টেলিভিশন থেকে বড় পর্দায় পাড়ি 

PREV
17
বাংলা টেলিভিশন থেকে টলিউড-বলিউড, জেনে নিন ঋতাভরী চক্রবর্তীর বিনোদন জগতের পাঁচ কাহন
হরিয়ানা বিদ্যামন্দির থেকে পাশ করে, মাত্র ১৫ বছর বয়সে মডেলিং কেরিয়ার শুরু করেছিলেন ঋতাভরী চক্রবর্তী।
27
বাংলা ও ইতিহাসে ২০১১-তে সর্বোচ্চ নম্বর পেয়েছিল সি.বি.এস.সি-তে। পরবর্তীতে যাদপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে স্নাতকস্তরে পাশ করে ঋতাভরী চক্রবর্তী।
37
ঋতাভরী চক্রবর্তী টেলিভিশনের পর্দায় প্রথম আত্মপ্রকাশ করেন ওগো বধু সুন্দরী-তে। এই সিরিয়ালটি বাংলার দর্শকের কাছে বেশ জনপ্রিয় ছিল। পরবর্তীতে তা হিন্দিতে তৈরি করা হয়, নাম হয় শ্বশুরাল গেন্দা ফুল।
47
চলচ্চিত্র জগতে তার প্রথম হাতেখড়ি তোমার সঙ্গে প্রাণের খেলা ছবির মাধ্যমে। পরে ঋতাভরী হাতে পায় বরণ ও তবু বসন্ত ছবির কাজ।
57
২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলা ও হিন্দি মিলিয়ে মোটের ওপর বারোটি ছবিতে অভিনয় করে ঋতাভরী চক্রবর্তী। তারমধ্যে উল্লেখযোগ্য ছবি হল চতুষ্কোণ, পরী, শেষ থেকে শুরু প্রভৃতি।
67
শতরুপা সান্যাল ও উৎপলেন্দু চক্রবর্তীর কণিষ্ঠ কন্যা ঋতাভরী চক্রবর্তী। মোটের ওপর তিনটি পুরষ্কার এখন এই তারকার ঝুলিতে। ২০১৪ সালে অপর একটি সিরিয়ালে ঋতাভরী চক্রবর্তীকে দেখ পায় দর্শক। নাম চোখের তারা তুই।
77
৭ই মার্চ ২০১৯-এ ইউটিউব-এ প্রকাশ্যে আসে লাভ বাই দ্য মোমেন্ট। সেখানেই ঋতাভরী চক্রবর্তীর বিপরীতে পাওয়া যায় পরমব্রত চট্টোপাধ্যায়কে। ঋতাভরী চক্রবর্তী ও তার দিদি চিত্রাঙ্গতা চক্রবর্তী এখন অধিকাংশ সময়ই মুম্বাইতে থাকেন।
click me!

Recommended Stories