ভোজপুরি ছবির শত্রুঘ্ন সিনহা অভিনেতা খেসারি লাল যাদব। পবন, দীনেশ এবং মনোজ তিওয়ারির মতো খেসারিও একজন কণ্ঠশিল্পী। খেসারি ২০১২ সালে ভোজপুরি চলচ্চিত্র 'সাজন চলে সাসুরাল'-এ আত্মপ্রকাশ করেন। আজকের বিশ্বে, খেসারি সবচেয়ে ব্যয়বহুল অভিনেতাদের মধ্যেও একজন। তাকে প্রায় ৪০ লাখ টাকা পারিশ্রমিক দেওয়া হয়।মনোজ তিওয়ারি