সম্প্রতি মিড ডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে রাধিকা জানিয়েছেন, কর্মকর্তাদের কথায় তিনি দেখতে সেক্সি। কিন্তু স্তনের আকার যদি আরও বড় হয় তাহলে তা বিক্রি করতে সুবিধে। আর অন্যান্য অভিনেত্রীদের মত মোটা ঠোঁট হলে আরও সেক্সি লুক হবে। তাই প্ল্যাস্টিক সার্জারির করতে হবে।