একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন মহাভারতের 'দ্রৌপদী', ভয়ঙ্কর দিনের কথা আজও ভোলেননি অভিনেত্রী

Published : Apr 22, 2020, 02:00 PM ISTUpdated : Apr 22, 2020, 02:37 PM IST

সারা দেশেরই অগ্নিগর্ভ পরিস্থিতি। একটানা দীর্ঘদিনের লকডাউন চলছে। কোনওভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। এহেন পরিস্থিতিতে নিজের অতীতে ফিরে গেলেন মহাভারতের 'দ্রৌপদী' ওরফে রূপা গাঙ্গুলী। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খুল্লামখুল্লা আলোচনা করেন না রূপা। সম্প্রতি নিজেকে ধরে রাখতে না পেরেই নিজের অতীতের ঘটনা সকলের সামনে তুলে ধরেছেন অভিনেত্রী।  সম্প্রতি নব্বইয়ের দশকের জনপ্রিয় ধারাবাহিক 'রামায়ণ', 'মহাভারত',আবারও পর্দায় পুনঃপ্রচার হচ্ছে। সেই মহাভারতের দ্রৌপদী আবারও নজর কাড়ছেন টেলিভিশনের পর্দায়। আচমকাই জনতার রোষে পড়ে বেদম মার খেয়েছিলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী। সেই ভয়ঙ্কর দিনের কথাই তুলে ধরেছেন অভিনেত্রী। কী হয়েছিলে সেই দিন জেনে নিন বিশদে।

PREV
110
একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন মহাভারতের 'দ্রৌপদী', ভয়ঙ্কর দিনের কথা আজও ভোলেননি অভিনেত্রী

মহাভারতের দ্রৌপদীর চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন বাঙালি অভিনেত্রী রূপা গাঙ্গুলী।

210


টেলিভিশনের পাশাপাশি হিন্দি ও বাংলা ছবিতে অভিনয় করেছেন রূপা। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে খুব একটা পছন্দ করেন না অভিনেত্রী। সম্প্রতি মুখ খুললেন অভিনেত্রী।

310

পালঘরে দুই সন্ন্যাসীর মৃত্যু নিয়ে গর্জে উঠেছে গোটা দেশ। সেই পরিপ্রেক্ষীতে নিজের ভয়ঙ্কর অতীতের কথা শেয়ার করেছেন অভিনেত্রী।

410


সালটা ২০১৬। ডায়মন্ডহারবারে ১৭-১৮ জন মানুষ তাকে একবার গাড়ি থেকে নামিয়ে বেদম মারতে শুরু করে। এমনকী তাদের গাড়িও ভেঙেও দিয়েছিল। সেই অতীতের কথা মনে করেই সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা করেছেন।

510


এখনও পর্যন্ত ওই ভয়ঙ্কর দিনের কথা ভুলতে পারেননি অভিনেত্রী। আজও সেই পুরোনো স্মৃতি তাকে নাড়িয়ে দেয়।

610


অভিনেত্রীর ব্যক্তিগত জীবনটাও খুব কষ্টের।  ১৪ বছর একসঙ্গে থাকার পরে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে রূপার।

710


স্বামীর অত্যাচারে বিরক্ত হয়ে ১ বার নয়, একাধিকবার আত্মহত্যা করার চেষ্টাও করেছেন অভিনেত্রী রূপা গাঙ্গুলি।

810

১৯৯২ সালে মেকানিকাল ইঞ্জিনিয়ার ধ্রুব মুখোপাধ্যায়কে বিয়ে করেন রূপা গাঙ্গুলী। ২০০৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তারপর ২০০৯ সালে আনুষ্ঠানিক ভাবে তাদের পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়।

910

স্বামীর জন্য নিজের কেরিয়ার ছেড়ে কলকাতায় চলে এসেছিলেন রূপা। তারপরও নিত্যদিনেক কলহ থেকে মুক্তি পাননি অভিনেত্রী। শেষমেষ অভিনেত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন রূপা।

1010

স্বামীর সঙ্গে আলাদা হবার পরও নিজের চেয়ে ১৩ বছরের ছোট গায়কের সঙ্গেও দীর্ঘদিন লিভ-ইনে ছিলেন রূপা। পরে সেই সম্পর্কও টেকেনি অভিনেত্রীর।

click me!

Recommended Stories