সেখান থেকেই একের পর এক ছবি শেয়ার করেছিলেন এই জুটি। কেমন টাকছে তাঁদের বৈবাহিক জীবন। মাঝে মধ্যেই ছবি শেয়ার করে সাফ জবাব দিয়ে থাকেন অভিনেত্রী। এরই মাঝে টলিউডেও বেশ কযেকবার কাজ করে ফেলেছেন অভিনেত্রী। রোশনের সঙ্গে খুনসুটিতেই কাটছে অভিনেত্রীর কোয়ারেন্টাইন। সোমবারই ছিল তাঁদের বিবাহ বার্ষিকী।