তবে বিতর্কের পর মুখ খুলেছেন রূপঙ্কর। ফিল্মি ফ্রাইডেতে, প্রেসক্লাবে রূপঙ্কর বলেছেন, 'প্রথমেই প্রয়াত কেকে-র পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি। আমার যে ভিডিও-তে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া ও তার বাইরে, এত বিরামহীন উত্তেজনার উপাদান তৈরি হয়েছে, আমি ওইটা ফেসবুক থেকে ডিলিট করেছি। পরলোকগত গায়কের পরিবারের কারো সঙ্গেই আমার পরিচয় নেই। কিন্তু আপনাদের মাধ্যমেই আমি বারবার জানাচ্ছি, আমি দুঃখিত। কেকে আজ যেখানেই থাকুন, ওকে সেখানে ইশ্বর শান্তিতে রাখুন।আমার সঙ্গীত জীবনে এমন বিভীষিকার মুখোমুখী হতে হবে, তা আমি স্বপ্নেও ভাবিনি।'