হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম, মারাঠি, ভাষায় প্লেব্যাক করেছেন। ২০০৫-এ তামিল ভাষায় বেস্ট প্লেব্যাক সিঙ্গার নির্বাচিত হন। ২০১০ সালে কন্নড় ভাষায় সাউথের ফিল্ম ফেয়ার অ্য়াওয়ার্ড পান। একইসঙ্গে ব্যক্তিগত জীবনে সঙ্গা জ্যোতির সঙ্গে তিন দশকেরও বেশি সময় ধরে কোন বাধা-বিঘ্ন ছাড়া চলে সংসার জীবন। পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে খুব সুন্দর ব্যালান্স করতে জানতেন কেকে।