সচিন তেন্ডুলকর ভারতীয় ক্রিকেট জগতে এক কথায় ভগবান। গ্যালারিয়ে হাজার হাজার দর্শকের মনে ঝড় তুলে যখন তিনি একের পর এক ছয় চার মারতেন, তখন পর্দার ওপারে থাকা দর্শকদের হৃদস্পন্দন যেতে থমকে। এরপর আসে বিশ্ব রেকর্ডের পালা, যাকে বলে একশোতে একশো। আর সেই মুহূর্ত সেলিব্রেশনের জন্য এক ছাদের তলায় এসেছিলেন তারকা মহলের সকলেই।