চলতি মাসের শেষেই মিলবে সুখবর, কেমন আছেন কোয়েল মল্লিক

Published : Apr 23, 2020, 02:23 PM IST

এপ্রিল মাসের শেষেই পরিবারে নতুন সদস্য আসতে চলেছে কোয়েলের। কেমন আছেন তিনি এখন। কতটা মানছেন নিয়ম, কতটাই বা যত্ন নিচ্ছেন নিজের! কাজ বন্ধ তাই এই সময়টা পরিবারের সঙ্গেই কাটছে তাঁর। এখন কেবল দিন গোনার পালা, এমনই পরিস্থিতিতে কোয়েল কেমন আছেন!

PREV
19
চলতি মাসের শেষেই মিলবে সুখবর, কেমন আছেন কোয়েল মল্লিক

কয়েকমাস আগে মিলেছিল সুখবর। অন্তঃসত্ত্বা কোয়েল মল্লিক। একের পর এক ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী।

29

হাতে এখনই রয়েছে দুই ছবির কাজ। তবে এরই মাঝে সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।

39

তবে শ্যুটিং নেই এখন। তাই বিশ্রামেও কোনও ঘাটতি নেই। বাড়িতে পরিবারের সকলের সঙ্গে সময় কাটছে তাঁর। 

49

ডায়েট মেনে চলা, নিয়ম করে খাওয়া, শরীরচর্চা করা কোনও কিছুতেই খামতি রাখেননি তিনি। আর পরিবারের কড়া নজর তো রয়েছেই।

59

জিম বন্ধ। বাড়িতেই হালকা যোগাসন করে থাকেন তিনি। সকালবেলা বেশ কিছুটা সময় এসবের জন্যই থাকে বরাদ্দ। 

69

প্রথমদিকে খাওয়া নিয়ে বেশ অনিয়ম হত। তিনি কাজের মাঝে সময় করে খেতেন না। কিন্তু পরবর্তীতে তা তিনি বদলে ফেলেন। 

79

সন্তানের গ্রোথের কথা মাথায় রেখেই যা যা করণীয় সবটাই সময় মত করছেন তিনি। কেমন আছেন এখন কোয়েল, তাঁকে দেখতে কেমন হয়েছে!

89

উত্তর মিলেছে সম্প্রতি। করোনা মোকাবিলায় তৈরি লকডাউন শর্টফিল্ম ঝড় থেকে যাবে একদিনে দেখা গিয়েছে তাঁকে। 

99

সামনেই জন্মদিন। তারই মাঝে উদ্বেগে কাটছে সময়। লকডাউনেই হাসপাতাল মুখো-অভিনেত্রী। কবে মিলবে সুখবর, ভক্তরাও অপেক্ষায় দিনগুণছেন। 

click me!

Recommended Stories