প্রেমহীন ঘনিষ্টতা, রিয়েল লাইফে যত্রতত্র কাছাকাছি সারা-কার্তিক

সম্পর্কে ভাঙন ধরেছে বেশ কিছুদিন আগেই। তবুও প্রকাশ্যে যেন একটু বেশিই কাছাকাছি রয়েছেন সারা ও কার্তিক। ছবির প্রমোশনে একাধিকবার ওই জুটিকে কাছাকাছি পেয়ে ফ্রেমবন্দি করলেন পাপরাজিৎরা।

Jayita Chandra | Published : Feb 17, 2020 8:29 PM
19
প্রেমহীন ঘনিষ্টতা, রিয়েল লাইফে যত্রতত্র কাছাকাছি সারা-কার্তিক
ছবির পর্দায় এক কথায় চুটিয়ে প্রেম করে নজর কেড়েছেন এই জুটি। সম্প্রতি লাভ আজ কাল ছবিতে তাক লাগিয়েছেন এই জুটি।
29
২০১৯-এর শুরুতেই তাঁদের সম্পর্কের কথা সামনে উঠে আসে। ছবির শ্যুটিং-এর সেটেই প্রেম।
39
তবে এই সম্পর্ক বেশি দিন থাকে না। কয়েকদিনের মধ্যেই সেই তাঁরা জানিয়ে দেন যে তাঁরা সম্পর্কে নেই তাঁরা।
49
তবে ছবি মুক্তির পাওয়ার মুখে আবারও কাছাকাছি আসে এই জুটি।
59
রিয়েল লাইফে তাঁদের এক সঙ্গে দেখা না গেলেও রিল লাইফে এক সঙ্গে দেখার ইচ্ছে ছিল সকলেরই।
69
তবে পর্দার পাশাপাশি রিয়েল লাইফেও তাঁরা হতাশ করছেন না দর্শকদের।
79
ছবির প্রমোশন থেকে শুরু করে ছবি মুক্তির পর, একাধিক ফ্রেমে তাঁদের কাছাকাছি পেলেন দর্শকেরা।
89
সেই ছবিই এখন ছড়িয়ে পড়ছে নেট দুনিয়ায়। তাঁদের মধ্যে এই প্রেমটা কী কেবল জল্পনা ছিল, তা নিয়ে নেট দুনিয়ায় জল্পনা তুঙ্গে।
99
ট্রেলার থেকে উঠে আসা একের পর এক ঘনিষ্ট ছবি নেট দুনিয়ায় তুলল ঝড়। অমৃতা-সইফ কন্যা এক কথায় পাঁচ গোলে পেছনে ফেলল সমকালীন প্রতিযোগিদের। বুঝিয়ে দিলেন তাঁর দাপট।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos