নীল জলরাশির মাঝখানে কালো বিকিনিতে উত্তাপ ছড়ালেন এই বিখ্যাত অভিনেত্রী, দেখে নিন ছবিগুলি

Published : Feb 17, 2020, 04:09 PM ISTUpdated : Feb 17, 2020, 04:13 PM IST

অভিনেত্রী রাইমা সেন। যত দিন যাচ্ছে ততই যেন তার কেরিয়ার উর্ধ্বমুখী। সদ্যই মুক্তি পেয়েছে তার আপকামিং ছবি 'দ্বিতীয় পুরুষ'। ছবিতে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।ছবির সফলতা পেতে না পেতেই বিদেশ সফরে উড়ে গেছেন অভিনেত্রী। আপাতত ভ্যাকশন মুডে রয়েছেন অভিনেত্রী রাইমা সেন। সম্প্রতি  নিজের সোশ্যাল মিডিয়ায় ভ্যাকশনের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে কালো বিকিনিতে নজর কেড়েছেন অভিনেত্রী। একঝলকে দেখে নিন অভিনেত্রীর উষ্ণ মুহূর্তের ছবিগুলি।

PREV
116
নীল জলরাশির মাঝখানে কালো বিকিনিতে উত্তাপ ছড়ালেন এই বিখ্যাত অভিনেত্রী,  দেখে নিন ছবিগুলি
সম্প্রতি হ্যাভলক আইল্যান্ডে উড়ে গেছেন অভিনেত্রী রাইমা সেন।
216
আপাতত ভ্যাকশন মুডে রয়েছেন অভিনেত্রী রাইমা।
316
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভ্যাকশনের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
416
সমুদ্রের তলায় স্কুবা ডাইভ করতে দেখা গেছে অভিনেত্রীকে।
516
নিজের সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে অভিনেত্রীকে বিভিন্ন মুডে দেখা গেছে।
616
সমুদ্রের বিপুল জলরাশির মধ্যে বিকিনি লুকে নজর কাড়লেন অভিনেত্রী।
716
সমুদ্র সৈকতে গিয়ে জলের গভীরের পুরো আনন্দটাই উপভোগ করেছেন অভিনেত্রী। নিজের এই একান্তে সময় কাটানোর প্রতিটি মুহূর্ত শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।
816
একের পর এক ছবি প্রকাশ্যে আসতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।
916
চোখে সানগ্লা, গায়ে বিকিনি এবং তার উপর ফ্লোরাল প্রিন্টেড জ্যাকেট পরে নজর কেড়েছেন বঙ্গ কন্যা।
1016
হট লুকে পোস্ট করা রাইমার একাধিক ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
1116
টলিউডে সম্পূর্ণ নিজের পরিচিতিতে প্রথম সারিতে নিজের জায়গা দখল করে নিয়েছেন টলিউড অভিনেত্রী রাইমা সেন ।
1216
শুধু টলিউড নয়, বলিউডেও সমান ভাবে অভিনয়ের ছাপ রেখেছেন রাইমা সেন।
1316
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় রাইমা সেন। একের পর এক ছবি পোস্ট করে ভক্তদের মন জায় করেছেন তিনি।
1416
ছবির সফলতা পেতে না পেতেই বিদেশ সফরে উড়ে গেছেন অভিনেত্রী।
1516
এবার বলি, টলি ছেড়ে দক্ষিণেও পাড়ি জমিয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই খবরও জানিয়েছেন অভিনেত্রী।
1616
বর্তমানে একাধিক ফোটোশ্যুট নিয়ে বেজায় ব্যস্ত নায়িকা। এর পাশাপাশি একাধিক ছবি নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
click me!

Recommended Stories