ধূমপানে আসক্ত বলিউড, কারা রয়েছেন তালিকায়

Published : Jan 24, 2020, 04:18 PM ISTUpdated : Jan 31, 2020, 02:51 PM IST

ছবির শুরুতেই ধূমপান নিয়ে সরব হন ছবির তারকারা। কিন্তু পর্দার পেছনের স্বরূপটা মাঝে মধ্যেই ফ্রেমবন্দি হয়ে থাকে। কোথাও গিয়ে যেন এবার সেই ছবি উঠে এল বেশ কয়েকজন বলিউড তারকার ক্ষেত্রে। দেখে নেওয়া যাক ধূমপানে আসক্ত কোন কোন বলিউড তারকা।

PREV
112
ধূমপানে আসক্ত বলিউড, কারা রয়েছেন তালিকায়
বলিউড তারকাদের লাইফস্টাল যতটাই সংযত, ডায়েটে বাঁধা, কিছু কিছু ক্ষেত্রে ততটাই উশৃঙ্খলতার ছবি ধরা পড়ে। অনেক সময় সেইগল্প পর্দায় পেছনেই থেকে যায়। শরীর স্বাস্থ্য নিয়ে অনেকেই বার্তা দিয়ে থাকেন। এবার দেখা যাক ধুমপানের তালিকাতে রইলেন কোন কোন তারকা।
212
সম্প্রতি প্রকাশ্যে এসেছিল প্রিয়ঙ্কা চোপড়ার ধুমপানের ছবি। তিনি অ্যাসথমার রোগী। কীভাবে তিনি ধুমপান করে থাকেন! এই ছবি প্রকাশ্যের আসার পরই ট্রোলের শিকার হতে হয়েছিল তাঁকে।
312
কঙ্কনা সেন শর্মার ধুমপান করার ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক জেনেও তারকাদের কিছু গোপন ছবি ফাঁস।
412
কঙ্গনা রানওয়াতের বলিউডে হাতেখড়ি হয়েছিল গ্যাংস্টার ছবির মধ্যে দিয়ে। সেখানেই তাঁকে দেখা যায় ধূমপায়ীর চরিত্রে অভিনয় করতে। এবার ধরা পড়ল তাঁর বাস্তব জীবনের ছবি।
512
মনীষা কইরালা ক্যান্সারে আক্রান্ত। তিনিও ভিষণরকমভাবে ধূমপান করতেন। যা বর্তমানে সম্পূর্ণরূপে বন্ধ।
612
সুস্মিতা সেনের ধূমপান করার ছবি নেট দুনিয়ায় ফাঁস। অভিনেত্রীকে একাধিকবার ধূমপান করতে দেখা যায়।
712
রানি মুখোপাধ্যায়কে ছবির স্বার্থে ধূমপান করতে দেখেছেন দর্শকেরা অনেকবার। এবার বাস্তবে তাঁর ধূমপান করার ছবি সামনে উঠে এল।
812
নেট দুনিয়ায় ছড়িয়েছিল সোনাম কাপুরের ধূমপানের ছবি। সেখানেই দেখা যায় অভিনেত্রীকে ধূমপান করতে।
912
আলিয়া ভাট ও রণবীর কাপুর একান্তে ধূমপানে মত্ত। এবার প্রকাশ্যে এল সেই ছবি।
1012
রোহিত শেট্টির সঙ্গে একান্তে বাক্যালাপে ব্যস্ত সলমন খান। সেখানেই ভাইজানকে ধূমপান করতে দেখা যায়।
1112
শ্যুটিং-এর ফাঁকে ধূমপান হৃত্বিক রোশনের। পর্দায় তাঁকে খুব কমই দেখা দিয়েছে ধূমপান করতে।
1212
মিস্টার পারফেকশনিস্ট ফ্রেমবন্দি হলেন ধূমপাত অবস্থায়।
click me!

Recommended Stories