বাংলার বুকে শিল্পীর হাতে জীবন্ত সুশান্ত, আসানসোলে তৈরি সুশান্তের মোমের মূর্তি

সুশান্ত সিং রাজপুতের মূর্তি এবার স্থাপিত হল আসানশোলে। ভক্তদের জন্য অভিনেতার মোমের মূর্তি থাপন করলেন শিল্পী সূকান্ত রায়। সেই মূর্তিই উন্মোচন করে সকলের মন জয় করলেন শিল্পী। প্রিয় তারকার মূর্তি বানিয়েছেন বাবান, আপ্লত শিল্পীর মেয়ে...

Jayita Chandra | Published : Sep 18, 2020 6:05 AM IST / Updated: Sep 18 2020, 11:53 AM IST
19
বাংলার বুকে শিল্পীর হাতে জীবন্ত সুশান্ত, আসানসোলে তৈরি সুশান্তের মোমের মূর্তি

সুশান্ত সিং রাজপুত প্রয়াত, এক কথায় মানতে নারাজ এখনও অনেকেই। সকলের একটাই প্রার্থনা সত্যি আসুক সামনে।

29

অভিনেতার প্রয়াণের পর দেশের বিভিন্ন প্রান্তে ভক্তদের মনে কীভাবে ঝড় উঠেছে তারই এক নির্দশণ মিলল আসানশোলে। 

39

শিল্পী সুকান্ত রায়ের হাতের জাদুতেই যেন জীবন্ত হয়ে উঠলেন সুশান্ত। 

49

নিজের বাড়ির ওয়াক্স বা মোমের মূর্তির মিউজিয়ামে তিনি তৈরি করে ফেলেছেন সুশান্তের একটি মূর্তি। 

59

সেই মুখে হাসি, প্রণবন্ত লুক। সম্প্রতি সেই মূর্তিই উন্মোচন করা হল ভক্তদের জন্যে। 

69

বাবার হাতের কাজ দেখে বরাবরই আপ্লুত মেয়ে। তিনি জানালেন, সুশান্ত তাঁর বরাবরই খুব প্রিয় ছিলেন। 

79

বাবা অনবদ্য ভাবে গড়ে তুলেছেন সুশান্তকে, যেন মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে রয়েছে। সুশান্তের সঙ্গে পোজ দিয়ে তুললেন ছবিও। 

89

ভক্তরাও সুশান্তের সঙ্গে পোজ দিয়ে যাতে ছবি তুলতে পারেন, সেই দিকে লক্ষ্য রেখেই সুশান্তপাশে রাখা হয়েছে একটি বসার সিটও। 

99

শিল্পী জানান, কেউ যদি সুশান্তের মূর্তি বানাতে চান, তিনি আরও বানিয়ে দেবেন। তাঁর বাড়িতেই তৈরি এই মিউজিয়ামে রয়েছে বহু স্টারের মোমের মূর্তি। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos