কলেজ ক্যাম্পাস থেকে আমাজনের জঙ্গল, ১৩ বছরের কেরিয়ারে নানা রূপে দেব-দর্শণ
পর্দায় প্রথম দেব আত্মপ্রকাশ করেছিলেন তাঁর ছবি অগ্নিশপথ-এর মধ্যে দিয়ে। সেখান থেকেই পথ চলা শুরু। কিন্তু সেই ছবি সেভাবে বড়পর্দায় প্রভাব না ফেললেও, দেবের দাপট পর্দায় নজরে আসে আই লাভ ইউ ছবি থেকে।
debojyoti AN | Published : Dec 25, 2019 7:52 AM IST / Updated: Dec 25 2019, 01:23 PM IST
আমাজনঃ কেরিয়ারের শুরুতে কমার্শিয়াল ছবির অভিনেতা হিসেবে দেব আত্মপ্রকাশ করেন বড় পর্দায়। একের পর এক এই জঁরের ছবি হিট করার পরই কেরিয়ার নয়া মোড় নেয় দেবের। খোকাবাবু আত্মপ্রকাশ করেন শঙ্কর হিসেবে। সেই ছবি বক্স অফিসে বিস্তর সফল হয়।
ককপিটঃ ককপিট কমার্শিয়াল ছবি না হলেও তা যেভাবে উপস্থাপনা করা হয়েছিল, যাতে দেব এক ভিন্ন লুকে ধরা দিয়েছিলেন পর্দায়। পাইলটের ভুমিকায় এই ছবিতে দেব ধরা দিয়েছিলেন অনবদ্য লুকে। বিপরীতে অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক।
হইচইঃ অন্য ধাঁচের ছবির পাশাপাশি পাল্লা দিয়ে নিজের কমার্শিয়াল ফিল্ডকেও ধরে রেখেছেন দেব। সম্প্রতি মুক্তি পাওয়া হইচই আনলিমিটেড ছবিতেও দেব ফিরেছিলেন পুরোনো ধাঁচে।
সাঁঝবাতিঃ ২০১৯-এ শীতের মুক্তিতে বড়পর্দায় এসেছে সাঁঝবাতি ছবি। সেখানেই দেব এক ছাপসা মধ্যবিত্ত পরিবারের ছেলের লুকে পর্দায় ধরা দিয়েছিলেন। তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে সাঁঝবাতি ছবিতে।
জুলফিকরঃ দেব নিজের জঁর থেকে বেরিয়ে অভিনয় করেছিলেন জুলফিকর ছবিতে। সেই ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল। কেল এই ছবিই নয়। দেব পর্দায় বর্তমানে ব্যালন্স করেই চলে এসেছে বিগত পাঁচ বছর ধরে।