কাপুর পরিবারের শোকে সামিল অমিতাভ, ছবির প্রচারে ব্যস্ত কারা, রইল দিনের সেরা বলিউড
ছবির প্রচার থেকে শুরু করে রিলিজ, গান থেকে শুরু করে সম্পর্ক, মঙ্গল থেকে বুধ, বি-টাউনে নয়া কী ঘটল দেখে নেওয়া এক নজরে। কোন তারকা রইল লাইম লাইটে আর গেল গেল ছিটকে এবার তা দেখে নেওয়ার পালা।
Jayita Chandra | Published : Jan 16, 2020 1:11 AM / Updated: Jan 16 2020, 12:39 PM IST
মুম্বইয়ের ফেমাস ক্যাফেতে বুধবার সকালে ইশান। ছবির কাজ নিয়ে এখন একাধিক মিটিং সারছেন অভিনেতা। আগামীতে কোন ছবি, কয়েকদিনের মধ্যেই জানাবেন তিনি।
তাপসী পান্নু এখন হাতে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত। তারই মাঝে মুম্বইতে ধরা দিলেন অভিনেত্রী। কাজের ফাঁকেই পোজ দিয়ে তুললেন ছবি।
কিংগস ইউনাইটেডের বায়োপিকের ঘোষণায় মূখ্যচরিত্রেরা। বুধবার সকালে বিশেষ মিটিং করে সকলের মানে তুলে ধরা হয় এই খবর।
কার্তিকের সঙ্গে একই ফ্রেমে সারা।সম্পর্কের বিচ্ছেদের পর আবারও তাঁরা একই সঙ্গে ছবির কাজে নজর দিলেন। একাধিক ছবির প্রস্বাব নিয়ে করলেন মিটিংও।
সম্প্রতি কার্তিকের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন সারা আলি খান। তবে তাঁরা যে এখনও ভালো বন্ধু তা প্রমাণ করেলন একই ফ্রেমে।
কঙ্গনা রানওয়ারেত হাতে বর্তমানে একাধিক প্রজেক্ট থাকলেও তাঁর নজর এখন নিজের প্রয়োজনা সংস্থার ওপরই। বুধবার সকালেই সেই খবর দিলেন তাঁর দিদি রঙ্গোলি চান্দেল।