কাপুর পরিবারের শোকে সামিল অমিতাভ, ছবির প্রচারে ব্যস্ত কারা, রইল দিনের সেরা বলিউড

ছবির প্রচার থেকে শুরু করে রিলিজ, গান থেকে শুরু করে সম্পর্ক, মঙ্গল থেকে বুধ, বি-টাউনে নয়া কী ঘটল দেখে নেওয়া এক নজরে। কোন তারকা রইল লাইম লাইটে আর গেল গেল ছিটকে এবার তা দেখে নেওয়ার পালা।

Jayita Chandra | Published : Jan 16, 2020 1:11 AM / Updated: Jan 16 2020, 12:39 PM IST
117
কাপুর পরিবারের শোকে সামিল অমিতাভ, ছবির প্রচারে ব্যস্ত কারা, রইল দিনের সেরা বলিউড
মুম্বইয়ের ফেমাস ক্যাফেতে বুধবার সকালে ইশান। ছবির কাজ নিয়ে এখন একাধিক মিটিং সারছেন অভিনেতা। আগামীতে কোন ছবি, কয়েকদিনের মধ্যেই জানাবেন তিনি।
217
তাপসী পান্নু এখন হাতে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত। তারই মাঝে মুম্বইতে ধরা দিলেন অভিনেত্রী। কাজের ফাঁকেই পোজ দিয়ে তুললেন ছবি।
317
কিংগস ইউনাইটেডের বায়োপিকের ঘোষণায় মূখ্যচরিত্রেরা। বুধবার সকালে বিশেষ মিটিং করে সকলের মানে তুলে ধরা হয় এই খবর।
417
কার্তিকের সঙ্গে একই ফ্রেমে সারা।সম্পর্কের বিচ্ছেদের পর আবারও তাঁরা একই সঙ্গে ছবির কাজে নজর দিলেন। একাধিক ছবির প্রস্বাব নিয়ে করলেন মিটিংও।
517
সম্প্রতি কার্তিকের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন সারা আলি খান। তবে তাঁরা যে এখনও ভালো বন্ধু তা প্রমাণ করেলন একই ফ্রেমে।
617
কঙ্গনা রানওয়ারেত হাতে বর্তমানে একাধিক প্রজেক্ট থাকলেও তাঁর নজর এখন নিজের প্রয়োজনা সংস্থার ওপরই। বুধবার সকালেই সেই খবর দিলেন তাঁর দিদি রঙ্গোলি চান্দেল।
717
কাইফির জন্মদিন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। সেখানেই বলিউডের ঢল সকলের নজর কাড়ে।
817
কাইফি আজমির জন্মদিন উপলক্ষ্যে এদিন শাবানা আজমির ডাকে সারা দিয়েছিলেন সকলেই। উপস্থাত হয়েছিলেন বিশেষ অনুষ্ঠানে।
917
বিমানবন্দরে ব্যস্ততার ফাঁকে পুজা। হাতে বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে এখন তিনি আটকে রয়েছেন। ভক্তদের সামনেই আসেননি সেভাবে বিগত কয়েকমাসে।
1017
ক্যান্ডিড মুডে ফ্রেমবন্দি জাভেদ আখতার। কাজের ফাঁকে পোজ নয়, সাধারণভাবেই ক্যামেরার সামনে হাজির হলেন তিনি।
1117
কাইফি আজমির জন্মদিন উপলক্ষ্যে হলুদ পোশাকে হাজির হয়েছিলেন বিদ্যা বালান। শাবানার সঙ্গে পোজ গিয়ে তুললেন ছবি।
1217
ব্যস্ততার মাঝেই ভক্তের ডাকে সারা। গাড়ির ভেতর থেকেই হাসি মুখে ভক্তদের প্রতি সহবত দেখালেন আমির খান।
1317
মহেশ ভাট বর্তমানে সদক ২ ছবির কাজ নিয়ে ব্যস্ত। তারই ফাঁকে পরিবারের সঙ্গে খানিকটা সময় কাটিয়ে নেওয়া।
1417
মঙ্গলবার প্রয়াত হলেন ঋতু কাপুর নন্দা। খবর পাওয়া মাত্রই ছুঁটে গেলেন বচ্চন পরিবারের সকলেই। মেয়ের শ্বশুরবাড়িতে শোকের ছায়া। পাশে থাকলেন সকলেই।
1517
ছবির প্রচারে হাজির সইফ আলি খান। সম্প্রতি মুক্তি পেয়েছে তানাজি ছবি। সেখানেই অভিনয় করে নজর কেড়েছেন তিনি।
1617
জাওয়ানি জানেমান ছবির ট্রেলার মুক্তিতে তারকাদের ভিড়। উপস্থিত ছিলেন ছবির সকল তারকারাই। পোজ দিয়ে তুললেন ছবি।
1717
বর্তমানে চুটিয়ে ছবির প্রচারে নেমেছেন বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। প্রতিদিনই সকাল থেকে রাত স্ট্রিট ডান্সার থ্রি ডি-র প্রচারে মেতে রয়েছেন দুই তারকা।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos