কঙ্গনার পঙ্গা থেকে বরুণের প্রমোশন, রইল পর্দার পেছনে থাকা দিনের সেরা বিনোদনের খোঁজ

ছবির প্রচার থেকে শুরু করে রিলিজ, গান থেকে শুরু করে সম্পর্ক, মঙ্গল থেকে বুধ, বি-টাউনে নয়া কী ঘটল দেখে নেওয়া এক নজরে। কোন তারকা রইল লাইম লাইটে আর গেল গেল ছিটকে এবার তা দেখে নেওয়ার পালা। 

Jayita Chandra | Published : Jan 22, 2020 7:24 AM IST
114
কঙ্গনার পঙ্গা থেকে বরুণের প্রমোশন, রইল পর্দার পেছনে থাকা  দিনের সেরা বিনোদনের খোঁজ
কঙ্গনা রানওয়াতের হাতে এখন একাধিক ছবির প্রস্তাব। শ্যুটিংও শুরু হয়েছে বেশ কয়েকটি ছবির। এরই মাঝে পঙ্গা ছবির প্রচারে ফ্রেমবন্দি হলেন কঙ্গনা রানওয়াতের।
214
নীনা গুপ্তা পঙ্গা ছবিতে এক বিশেষ ছবিতে অভিনয় করেছিলেন। ছবির প্রচারে কঙ্গনার সঙ্গে ফ্রেমবন্দি হন তিনিও।
314
পঙ্গা ছবির সদস্যদের সঙ্গে কঙ্গনা রানওয়াত। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। সেখানেই নয়া লুকে ধরা দিয়েছেন কঙ্গনা রানওয়াত।
414
ব্যস্ততার মাঝেই ফ্রেমবন্দি শিল্পা শেট্টি। জুহুর ব্যক্তিগত বিমানবন্দের এদিন দেখা যায় তাঁকে। বর্তমানে নিজের ফিটনেস অ্যাপ নিয়ে ব্যস্ত অভিনেত্রী।
514
মল্লিকা শেরাওয়াত-কে এখন পর্দায় সেভাবে দেখা না গেলেও বি-টাউনে এখনও তিনি হট কুইন। পার্টি থেকে বিভিন্ন অনুষ্ঠান, নিজের হট লুকে এখনও ভক্তদের কাবু করে থাকেন তিনি।
614
ছবির প্রচারে বরুণ ধাওয়ান। বর্তমানে তিনি বেজায় ব্যস্ত তাঁর আগামী ছবি স্ট্রিট ডান্সার থ্রিডি ছবি-কে নিয়ে।
714
বেশ কয়েকটি ছবির প্রস্তাব এখন অনন্যা পান্ডের হাতে। স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবির মধ্যে দিয়েই বলিউডে পা রাখার পরই বাজিমাত করলেন এই তারকা।
814
পরিচালকের বাড়ির বাইরে জাহ্নবী কাপুর। হাতে এখন তাঁর দুই ছবি। একই সঙ্গে চলছে তখত ছবির শ্যুটিং। এর মাঝেই পরবর্তী ছবির তারিখ নিলেন জাহ্নবী কাপুর।
914
জুহুর প্রিভিয়ারে সইফ আলি খান। সঙ্গে করিনা কাপুর। ছবি দেখতে গিয়ে এদিন ফ্রেমবন্দি হন পাতৌদি জুটি।
1014
বনশালির অফিস থেকে বেড়িয়ে আলিয়া ভাট সোজা গিয়ে হাজির হন রণবীর কাপুরের বাড়িতে। সেখানেই রণবীরের পরিবারের সঙ্গে দেখা করেন আলিয়া ভাট।
1114
জাওয়ানি জানেমন ছবির প্রচারে এখন ব্যস্ত সইফ আলি খান। চলতি বছরে এই নিয়ে সইফের দ্বিতীয় ছবি।
1214
শাহরুখ খান সম্প্রতি জুহুর এক অনুষ্ঠানে নয়া লুকে ধরা দিলেন। সাদা কুর্তা পাজামাতে এদিন সকলের নজর কাড়লেন তিনি।
1314
সইফ আলি খানের হাতে এখন একাধিক ছবি। তারই মাঝে যে ছবিটি সবার আগে মুক্তি পেতে চলেছে তা হল জাওয়ানি জানেমন।
1414
ঋতু নন্দার কাজের আগে কাপুর পরিবারে গিয়ে সকলের সঙ্গ দেখা করলেন আলিয়া ভাট। রণবীরের বাড়িতেই ফ্রেমবন্দি অভিনেত্রী।
Share this Photo Gallery
click me!

Latest Videos