ফিরে দেখা বলিউড থেকে টলিউডের সেরা ছবি, যে সকল চিত্রনাট্যে দেশপ্রেমই ছিল প্রধান

প্রজানতন্ত্র দিবসে টিভির পর্দায় দিনভর একাধিক দেশাত্মবোধক ছবি। যা বিভিন্ন দশকে বলে এসেছে স্বাধীনতার কথা, কখনও ফুঁটিয়ে তুলেছে দেশ ভক্তির কথা। ছবির পরতে পরতে যেখানে লুকিয়ে আছে দেখভক্তি, লুকিয়ে আছে জাতীয়তাবাদ। ২৬ জানুয়রি  ফিরে দেখা তেমনই সেরা কিছু টলিউড-বলিউডের ছবি। 

Jayita Chandra | Published : Jan 26, 2020 9:10 AM IST / Updated: Jan 26 2020, 03:14 PM IST
115
ফিরে দেখা বলিউড থেকে টলিউডের সেরা ছবি, যে সকল চিত্রনাট্যে দেশপ্রেমই ছিল প্রধান
বলিউড ছবিঃ বাটলা হাউস ছবিটি সত্যঘটনা অবলম্বণে তৈরি। এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৫ অগাস্ট ২০১৯ সালে। যেখানে মুখ্যভূমিকাতে অভিনয় করেছিল জন আব্রাহম।
215
বলিউড ছবিঃ ভগত সিং ছবিটি মুক্তি পেয়েছিল ৭ জুন ২০০২ সালে। এই ছবিতে অভিনয় করেছিলেন অজর দেবগণ।
315
বলিউড ছবিঃ কেশরী ছবি মুক্তি পেয়েছিল ২১ মার্চ ২০১৯ সালে। এই ছবিতে মুখ্যভূমিকাতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার।
415
বলিউড ছবিঃ বডার অন্যতম ছবি যা সীমান্তে থাকা জাওয়ানদের জীবন নিয়ে এক অনবদ্য গল্প তুলে ধরেছিল। ছবিটি মুক্তি পেয়েছিল ১৩ জুন ১৯৯৭ সালে।
515
বলিউড ছবিঃ লক্ষ্য ছবিতে মুখ্যভুমিকাতে অভিনয় করেছিলেন হৃত্বিক রোশন। সেই ছবি মুক্তি পেয়েছিল ১৮ জুন ২০০৪ সালে।
615
বলিউড ছবিঃ এলওসি কার্গিল-এর ওপর তৈরি ছবি। যেখানে ভারত-পাকিস্তান যুদ্ধকে তুলে ধরা হয়েছিল। এই ছবি মুক্তি পেয়েছিল ১২ ডিসেম্বর ২০০৩ সালে।
715
বলিউড ছবিঃ মঙ্গল পাণ্ডে ছবিতে অভিনয় করেছিলেন আমির খান। এই ছবি মুক্তি পেয়েছিল ১২ অগাস্ট ২০০৫ সালে।
815
টলিউড ছবিঃ সত্যঘটনা অবলম্বণে সম্প্রতি তেমন কোনও ছবি দেশপ্রেমের ওপর তৈরি হয় না টলিউডে। ফলে প্যান্থার ছবি সকলের নজর কেড়েছিল। ছবিটি মুক্তি পেয়েছিল ৯ অগাস্ট ২০১৯।
915
বলিউড ছবিঃ মনিকর্নিকা ছবিটি ঝাঁসির রানীকে নিয়ে তৈরি। এই ছবিটি মুক্তি পেয়েছিল ২৫ জুন ২০১৯-এ। মুখ্য ভুমিকাতে ছিলেন কঙ্গনা রানওয়াত।
1015
বলিউড ছবিঃ রাজি ছবিটি আলিয়া ভাট অভিনীত অন্যতম ছবি। ছবিটি মুক্তি পেয়েছিল ১১ মে ২০১৮ সালে।
1115
টলিউড ছবিঃ উত্তম কুমার অভিনীত ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭৭ সালে।
1215
বলিউড ছবিঃ ২০১৩ সালে ৩০ অগাস্ট মুক্তি পেয়েছিল এই ছবি।
1315
বলিউড ছবিঃ সত্য মেয়ব জয়তে ছবিতে অভিনয় করেছিলেন জন আব্রাহম। ছবিটি মুক্তি পেয়েছিল ১৫ অগাস্ট ২০১৮-এ।
1415
টলিউড ছবিঃ সিস্টার সুপ্রিয়া দেবী অভিনীত এক অনবদ্য ছবি। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭৭ সালে।
1515
বলিউড ছবিঃ উরি ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। এখানে মুখ্য ভুমিকাতে অভিনয় করেছিলেন ভিকি কৌশল।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos