ছুটি কাটাচ্ছেন দর্শনা! কোথায়, কী ভাবে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী দেখুন ছবিতে

বেশ কয়েকটি ছবিতে পরপর কাজ করেছেন নতুন প্রজন্মের অভিনেত্রী দর্শনা বণিক। তার মধ্যে রয়েছে ব্যোমকেশ, ক্ষত, জোজো-সহ আরও কয়েকটি ছবি। এছাড়াও মডেলিং-ও চালিয়ে নিয়ে যাচ্ছেন দর্শনা। তাই দিনের বেশিরভাগ সময়টাই যে ক্যামেরার সামনে কাটে তা খুবই স্পষ্ট। কিন্তু তার মাঝেই বাক্স প্যাঁটরা গুছিয়ে ভিনদেশে পাড়ি দিলেন দর্শনা। আইফেল টাওয়ার থেকে, ইটালির মিলান সবই রয়েছে এর মধ্যে। দেখে নেওয়া যাক তাঁর ট্রাভেল অ্যালবাম। 

swaralipi dasgupta | Published : Jun 13, 2019 1:07 PM
19
ছুটি কাটাচ্ছেন দর্শনা! কোথায়, কী ভাবে ঘুরে বেড়াচ্ছেন  অভিনেত্রী দেখুন ছবিতে
ইটালির মিলানে লাল ড্রেসে দর্শনা। আকাশের ঘন নীল রংয়ের সঙ্গে লাল রং মিশে একাকার।
29
মোনাকো মন্টে কারলোয় দর্শনা। কোনও মেক আপ ছাড়াই সুন্দরী মডেল-অভিনেত্রী।
39
ফ্রান্সের কানসে ঘুরে বেড়াচ্ছেন দর্শনা। নীল জলের পাশে হলুদ পোশাক মানানসই।
49
প্যারিসের আইফেল টাওয়ারের সামনে লাল পোশাকে দর্শনা।
59
এ যেন ঠিক আঁকা ছবি। মোন্যাকোতে দর্শনা।
69
অনেক ছবি তুলেছেন দর্শনা। তবে ক্যামেরার পিছনে কে, তা কেউ জানে না!
79
একেবারে যেন আকাশ ছুঁয়ে দেখার অভিজ্ঞতা।
89
প্যারিসের বৃষ্টি উপভোগ করছেন দর্শনা।
99
আইফেল টাওয়ারের নীচে দাঁড়িয়ে ছবি না তুললে ভ্রমণটাই অসম্পূর্ণ।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos