প্রয়াত কিংবদন্তি নাট্যকার গিরিশ করনাড! ছবিতে ফিরে দেখা তাঁকে
swaralipi dasgupta |
Published : Jun 10, 2019, 12:46 PM ISTUpdated : Jun 10, 2019, 01:12 PM IST
নাট্যজগতে বিরাট নক্ষত্রপতন। চলে গেলেন বর্ষীয়ান নাট্যকার গিরিশ করনাড। ৮১ বছর বয়সে সোমবার মৃত্যু হল তাঁর। দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন গিরিশ করনাড। নাট্যকারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র থেকে নাট্যজগতে। নাটক থেকে সাহিত্য কেমন ছিল গিরিশ করনাডের জীবন, দেখে নেওয়া যাক ছবিতে ছবিতে।