দোতলা বাড়ির ছাদে ছাউনিটি সবুজ-মেরুন রঙে রাঙিয়ে দিয়েছিলেন শান্তনু। কিন্তু ঘুর্ণিঝড়ে আমফানের দাপটে সাধের সেই ছাউনি ব্য়াপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
35
এবার আর স্রেফ ছাউনি নয়, গোটা বাড়িটিকেই মোহনবাগান ক্লাবের তাঁবুর রেপ্লিকার সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন সবুজ-মেরুন অন্তপ্রাণ শান্তনু। যেমন ভাবা, তেমনি কাজ।
45
একমাসেরও বেশি সময় ধরে কাজ চলছে জোরকদমে। তবে বাড়ির ভিতরটা সাজিয়ে তোলার কাজ অবশ্য এখনও অনেকটা বাকি। আই লিগ চ্য়াম্পিয়ন টি-শার্ট কাজের তত্ত্বাবধান করছেন বাড়ির মালিক।
55
শান্তনু বেরা জানিয়েছেন, ছাদে থাকবে আস্ত একটি কৃত্রিম মাঠ। দুই পাশে গোলপোস্ট আর তাঁবুর পাশে ড্রেসিংরুম। মোহনবাগানের নানা স্মারক দিয়ে সেই ড্রেসিংরুমে তৈরি করা হবে একটি সংগ্রহশালাও।