২. বনাম আতলেতিকো মাদ্রিদ (২০১২)
লা-লিগার দৌড়ে থাকা রিয়াল মরশুমের শেষ দিকে ম্যাচ খেলতে নামে নিজেদের শহরের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে। ম্যাচের প্রথমার্ধেই বক্সের থেকে ৩০ গজেরও বেশি দূরে ফ্রি-কিক পায় রিয়াল। কিক নিতে যান রোনাল্ডো। রেফারির বাঁশি শোনা মাত্র ছুটে নিয়ে গোলার মত শট নেন রোনাল্ডো। বুলেটের বেগে বলটি হাওয়ায় উড়ে তারপর ডিপ করে গোলরক্ষক থিবো কুর্তুয়া-কে হতবাক করে, গোলপোস্টের ডান দিক ঘেষে গোলে ঢোকে। ওই ম্যাচে হ্যাটট্রিক করে রিয়ালকে জিতিয়েছিলেন রোনাল্ডো। আর সেই ফ্রি-কিকটি তার জীবনের সেরা ফ্রি-কিক গুলির মধ্যে একটি।