মার্সেলিনহো ও দিয়াগোকে আটকাতে ছক প্রস্তুত হাবাসের, আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগান

টানা তৃতীয় জয় ও লিগ শীর্ষে যাওয়ার লক্ষ্যে আজ এটিকে মোহনবাগানের মিশন ওড়িশা এফসি। পরপর দু ম্যাচ জিতে আত্মবিশ্বাসী বাগান শিবির। প্রতিপক্ষকে সমীহ করলেও, দলের ভালো ফলের বিষয়ে আশাবাদী সবুজ-মেরুণ কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। 
 

Sudip Paul | Published : Dec 3, 2020 5:25 AM IST / Updated: Dec 03 2020, 12:38 PM IST

16
মার্সেলিনহো ও দিয়াগোকে আটকাতে ছক প্রস্তুত হাবাসের, আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগান

প্রথম ম্যাচে কেরলা ও দ্বিতীয় ম্যাচে ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলকে হারানোর পর আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে এটিকে মোহনবাগান। আজ বাগানের সামনে ওড়িশা। আজকের ম্যাচ জিতকে পারলেই লুগ টেবিলের শীর্ষে পৌছে যাবে হাবাসের দল।
 

26

শেষ ২ ম্যাচে ওড়িশার জয় অধরা থাকলেও, প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন বাগান কোচ। বিশেষ করে ওড়িশার তিনটি বিষয় ভাবাচ্ছে হাবাসকে।  ওড়িশার দুই ব্রাজিলীয় স্ট্রাইকার মার্সেলিনহো লেইতি পেরেরা, দিয়েগো মাউরিসিয়ো এবং কোচ স্টুয়ার্ট উইলিয়াম ব্যাক্সটার। তাই ম্যাচের আগে সাবধানী হাবাস। 
 

36

এটিকে মোহনবাগানের হয়ে টুর্নামেন্টের শুরু থেকেই গোলের মধ্যে রয়েছেন রয় কৃষ্ণ। দু’‌ম্যাচে দু’‌টি গোল করেছেন ফিজির তারকা। তৃতীয় ম্যাচেও গোলের ধারাবাহিকতা বজায় রাখতে চান রয় কৃষ্ণা।

46

অপরদিকে মাঝমাঠে আগের থেকে অনেকটা ছন্দে ফিরেছে হার্নান্ডেজ, ম্যাকহাগ, প্রবীর দাস, রানেরা। মাঝমাঠকে আরও বেশি সংঘবদ্ধ করতে অনুশীলনেও জোর দিয়েছেন হাবাস।

56

তবে প্রথম ম্যাচ থেকেই দুরন্ত ছন্দে রয়েছে বাগান ডিফেন্স। ঝিঙ্গান, তিরি, প্রীতম কোটালদের রক্ষণ এখনও পর্যন্ত ভাঙতে পারেনি বিপক্ষ। তবে ওড়িশার স্ট্রাইকার মার্সেলিনহো, দিয়েগোকে আটকানোর জন্য ডিফেন্সকে বাড়তি সতর্ক থাকতে বলেছেন হাবাস। 
 

66

সব মিলিয় তৃতীয় ম্যাচে নামার আগে শেষ অনুশীলনে দলকে পুরোপুরি তৈরি করে ফেলেছেন হাবাস। প্রস্তুত ওড়িশা বধের ছকও। দলের টানা তৃতীয় জয় দেখার অপেক্ষায় বাগান সমর্থকরা।

Share this Photo Gallery
click me!
Recommended Photos