মাঝা মাঝে সোশ্যাল মিডিয়ায় রাফেলার জনপ্রিয়তা টক্কর দেয় তার ভাই নেইমারকেও। তবে দুজনের মধ্যে সম্পর্ক বেশ ভাল। বর্তমানে ব্রাজিল সহ সোশ্যাল মিডিয়ায় বম্বশেল হয়ে উঠেছেন রাফেলা। প্রতিনিয়ত বাড়ছে তার ফলোয়ারের সংখ্যা। যা বেশ উপভোগই করছেন নেইমারের বোন। ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম