ডিজাইনার মেঘনা রায়ের কথা অনুযায়ী অ্যাওয়ে জার্সিটি জলের শস্য ইলিশের আদলে করা হয়েছে কারণ নদীমাতৃক বাংলাতে নদীর অত্যাধিক দূষণের ফলে ইলিশের যোগান তুলনামূলক ভাবে অনেক কমছে, যা প্রভাব ফেলছে একটি বড় সংখ্যক মানুষের রুজি-রুটির ওপর। ওই জার্সির মাধ্যমে নদীর দূষণ রোধের বার্তা দেওয়া হয়েছে।