ইউরো ফাইনালের টিকিট চাই, তাহলে পকেটে রাখুন হাফ কোটি টাকা

ইউরো ২০২০ ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ও ইতালি। ঘরের মাঠ ওয়েম্বলিতে মেগা ফাইনাল ঘিরে উন্মাদনা তুঙ্গে ব্রিটিশদের মধ্যে। ফাইনালের টিকিট নিয়ে শুরু হয়েছে হাহাকার। এরইমধ্যে কালো বাজারে টিকিটের দাম জানলে মাথায় হাত পড়বে আপনাদের। 
 

Sudip Paul | Published : Jul 9, 2021 2:14 PM IST
18
ইউরো ফাইনালের টিকিট চাই, তাহলে পকেটে রাখুন  হাফ কোটি টাকা
ইউরো সেমি ফাইনালে ডেনমার্ককে ২-১ গোলে হারয়ে ফাইনালে পৌছেথে ইংল্যান্ড দল। অপরদিকে স্পেনকে হারিয়ে ফাইনালে পৌছেছে ইতালি। ইউরোপ সেরার লড়াই ঘিরে বিশ্ব জুড়ে চড়ছে উন্মদনার পারদ।
28

কিন্তু খেলা যেহেতু ওয়েম্বলিতে, তাই ব্রিটিশদের উন্মাদনার মাত্রা অনেকটাই বেশি। আর তা হওয়াটাও স্বাভাবিক। কারণ ১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালের ৫৫ বছর পর কোনও বড় প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ইংল্যান্ড দল। 
 

38

সেই আবেগ ও উন্মাদনার আঁচ পাওয়া গেল ইউরো ফাইনালের টিকিটের দামে। হাফ কোটি টাকা পর্যন্ত উঠল ইংল্যান্ড বনাম ইতালি মেগা ফাইনালের টিকিটের দাম।

48

ওয়েম্বলিতে ৯০ হাজার দর্শক আসন রয়েছে। তবে করোনা আবহে ফাইনালে ৬৭,৫০০ দর্শকই মাঠে বসে খেলা দেখতে পারবে। যার ফলে বঞ্চিহতে হচ্ছে অনেকেই।

58

গত সপ্তাহেই উয়েফার সাইটে থাকা সব টিকিট বিক্রি হয়ে যায়। ফলে একটি টিকিট পাওয়ার জন্য হাহাকার ফুটবল প্রেমিদের মধ্যে। এরই মধ্যে কিছু টিকিটের মালিক তাদের টিকিট বিক্রি করছেন আকাশছোঁয়া দামে।

68

লাইভ ফুটবল টিকিট নামক এক ওয়েবসাইটে টিকিটের দাম দেখা যায় ৩৫ লক্ষ ৩১ হাজার টাকা।  এখানেই শেষ নয়, নেট মাধ্যমে একটি ইউরো ফাইনালের টিকিটের দাম উঠেছে ৫৬ লক্ষ টাকা।

78

ফলে বোঝাই যাচ্ছে ইউরো ফাইনালের উত্তেজনা কোন পর্যায়ে পৌছেছে। সকলেই ৫৫ বছর পর আন্তর্জাতিক ফুটবলে আরও একবার দেশেরে ট্রফি জয়ের সাক্ষী হতে মরিয়া হয়ে উঠেছে। 

88
তবে এই সুযোগে নকল টিকিট বিক্রিরও অভিযোগ সামনে এসেছে। সেই বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসনিক আধিকারিকরা। ফলে সব মিলিয়ে ঐতিহাসিক ফাইনালের সাক্ষী হতে প্রস্তুত ওয়েম্বলি স্টেডিয়াম। ইংল্যান্ড না ইতালি শেষ হাসি কে হাসে এখন সেটাই দেখার।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos