লিওনেল মেসি, লা লিগা-
শেষ কয়েকবছরের মতোই এই বছরও লা লিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লিও মেসি। এই মরশুমে যদিও গোল করার চেয়ে গোল করানোতেই বেশি স্বচ্ছন্দ্য দেখিয়েছে তাকে। শেষ পর্যন্ত ২০ টি গোল করানোর সাথে সাথে ২৫ টি গোল নিজেও করেছেন লিও মেসি। দ্বিতীয় স্থানে থাকা বেনজেমার থেকে ৪ গোল বেশি করেছেন তিনি।