চিনে নিন বিশ্বের সব থেকে সেক্সিয়েস্ট ফুটবল রেফারিদের, যাদের রূপ ঝড় তোলে হৃদয়ে

ফুটবল ম্যাচের উত্তেজনা অন্য সব খেলার থেকেই যে আলাদা তা বলার অপেক্ষা রাখেনা। কিন্তু ফুটবল ম্যাচের রেফারি যদি সুন্দরী মহিলা রেফারি হন, তাহলে হয়তো সেই উত্তেজনা অন্য মাত্রা পায়। এই ফুটবল বিশ্বেই এমন কিছু মহিলা রেফারি রয়েছেন, যাঁদের এক ঝলক দেখেই মোহিত হয়ে যান ভক্তরা।

Sudip Paul | Published : Jul 20, 2020 6:15 AM IST
16
চিনে নিন বিশ্বের সব থেকে সেক্সিয়েস্ট ফুটবল রেফারিদের, যাদের রূপ ঝড় তোলে হৃদয়ে

ফার্নান্ডা কলোম্বো ইউলিয়ানা, ব্রাজিল-
ফার্নান্ডো কলোম্বো ইউলিয়ানা। বিশ্বের সুন্দরী ও হটেস্ট রেফারিদের মধ্যে অন্যতম তিনি। ব্রাজিলের এই রেফারির বর্তমান বয়স ২৮ বছর। মডেল না হয়েও তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে রয়েছে বিপুল পরিমাণে ফলোয়ার্স। সেজে গুজে ছবি দিতেও পছন্দ করেন তিনি। ফুটবের প্রতিও তার জ্ঞান কম নয়। ২০১৪ সালে কোপা দ্য ব্রাজিল ম্যাচে সম্পূর্ণ ভাবে রেফারির কাজ করেছিলেন তিনি।  ইউলিয়ানা মাঠে থাকলে চোখ ফেরাতে পারেন না প্লেয়ার থেকে দর্শকরা।

26

এলেনা তাম্বিনি, ইতালি-
বিশ্বের আরও এক মহিলা রেফারি যার রূপ দেখে বাকরুদ্ধ হয়ে যান সকলে। তিনি হলেন ইতালির এলেনা তাম্বিনি। ২৫ বছর বয়সী এলেনা পার্ট টাইম হিসেবে মডেলিংয়ও করেন। ইতালির প্রায় সমস্ত ঘরোয়া লিগে রেফারি হিসেবে দেখা যায় তাঁকে। ইতালির প্রিমিয়ার লিগ সেরি-র প্রতি বছরের নিয়মিত রেফারি এলেনা। ইতালিয়ান ফুটবলের মোস্ট ডিজায়ারেবল রেফারি হিসেবে নির্বাচিত হয়েছিলেন এলেনা। তবে বর্তমানে টেলিভিশন জগতে কাজ করার জন্য রেফারির কাজে ইতি টেনেছেন এলেনা।

36

ডিনাইজ বুয়েনো, ব্রাজিল-
ডিনাইজ বুয়েনো ব্রাজিলের অপর এক  রেফারি যার একঝলক দেখতে পাগল হয়ে যান ফুটবল প্রেমিরা। ২৩ বছরের সুপার মডেল বুয়েনো জীবনের প্রথম ম্যাচেই সকলকে তার রূপ দিয়ে মুগ্ধ করে দিয়েছিলেন।  তাঁর প্রথম ম্যাচটি খেলা হয়েছিল সাও পাউলোতে। ডিজায়ার এবং স্পটিং-- এই দুই দল সে দিন মাঠে নেমেছিল। স্কিন টাইট একটি সাদা রঙের টি-শার্ট এবং কালো প্যান্টে ঝড় তুলেছিলেন ডিনাইজ। ফুটবলার তো বটেই, এমনকী গোটা মাঠের দর্শক থেকে সকলের নজর ছিল সেক্সি এই রেফারির দিকেই। রেফারিং ছাড়াও মডেলিং করেন ডিনাইজ ।
 

46

ক্লউডিয়া রোমানি, ইতালি-
বিশ্বের সব থেকে সেক্সি রেফারির তকমা রয়েছে ইতালির অপর এক মহিলা রেফারি ক্লউডিয়া রোমানির দখলে। তার রূপ দেখে হৃদয়ে ঝড় ওঠে না এমন ব্যক্তির সন্ধান বিশ্ব ফুটবলে পাওয়া খুব কঠিন। ২০০৬ সালে বিশ্বের ১০০ সেক্সিতম মহিলার তালিকায় প্রথমেই নাম ছিল তাঁর।  ২০১২ সালে ১০০ হটেস্ট বিকিনি ছবির মধ্যেই ভিএইচ ওয়ান চার্টে তিনটি ছবির জায়গা করে নিয়েছিলেন ক্লউডিয়া রোমানি। তালির সেরি এ এবং সেরি বি লিগে  রেফারিং করতে দেখা যায় তাকে। মাঠের খেলাও খুব কড়াভাবে নিয়ন্ত্রণ করার জন্য সুনাম রয়েছে তার।
 

56

অউরেলি সারা বোলিয়ার, স্যুইৎজারল্যান্ড -
বিশ্বের সুন্দরী মহিলা রেফারিদের নিয়ে আলোচনা হবে আর সেখানে স্যুইৎজারল্যান্ডের কেউ থাকবে না, তার আবার হয় নাকি। স্যুইৎজারল্যান্ডের ঘরোয়া লিগগুলিতে খুব নিয়মিত ভাবেই রেফারিং করতে দেখা যায় অউরেলিকে। ২৭ বছরের অউরেলি স্যুইৎজারল্যান্ডের অত্যন্ত পরিচিত মডেলও বটে। পোষ্যদের প্রতি তাঁর অগাধ ভালোবাসা এবং ট্যাটু করাতে খুবই পছন্দ করেন তিনি। মাঠে রেফারির ভূমিকায় অউরেলি রয়েছেন সেই খবর পেলেই ম্যাচে বেড়ে যায় দর্শক সমাগমও।
 

66

সিয়াঁ লুজি মাসে এল্লিস, ইংল্যান্ড -
ইংল্যান্ডের এই রেফারিও নিজের রূপে সকলকে মুগ্ধ করেছেন। গুণও রয়েছে অসীম এই মহিলা রেফারির মধ্যে।৩২ বছরের সিয়াঁ মাসে ইংলিশ প্রিমিয়ার লিগের অত্যন্ত পরিচিত একজন মহিলা রেফারি। এফএ উইমেন্স সুপার লিগের বেশ কিছু ম্যাচের ইন-চার্জ ছিলেন সিঁয়া মাসে। ২০১৭ সালে তাঁকে মেম্বার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মানও ভূষিত করা হয়েছিল। ২০১০ সালে অ্যাসিস্টান্ট রেফারির জন্য তালিকায় সিয়াঁ মাসের নাম মনোনিত করে ফিফা। 

Share this Photo Gallery
click me!

Latest Videos