কোপায় কোয়ার্টার ফাইনালের আগেই দেশে ফিরতে পারে মেসিরা, কিন্তু কারণটা কী

কোপা আমেরিকার গ্রুপ পর্বে ইতিমধ্যেই ৩ ম্যাচের মধ্য়ে ২টি জয় ও একটি ড্র করেছে আর্জেন্টিনা। শেষ আটেও জায়গা পাকা করে ফেলেছে নীল-সাদা ব্রিগেড। বলিভিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবেন মেসিরা। শোনা যাচ্ছে সেই ম্যাচ খেলার পরই দেশে ফিরে যাবে আর্জেন্টিনা দল। যেই খবর প্রকাশ্যে আসার পরই তৈরি হয়েছে চাঞ্চল্য।
 

Sudip Paul | Published : Jun 28, 2021 3:07 PM IST / Updated: Jun 28 2021, 08:39 PM IST

110
কোপায় কোয়ার্টার ফাইনালের আগেই দেশে ফিরতে পারে মেসিরা, কিন্তু কারণটা কী

বলিভিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ আর্জেন্টিনার কাছে নিয়মরক্ষার। কারণ ইতিমধ্যেই শেষ আটে পৌছে গিয়েছে মেসিরা। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই ম্যাচেও জয় চাইছে আর্জেন্টিনা দল।

210

কিন্তু বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচ নয়, সংবাদ শিরোনামে বড় আকারে উঠে এসেছে আর্জেন্টিনা দলের দেশে ফিরে যাওয়ার খবর। শোনা যাচ্ছে বলিভিয়ার ম্যাচের পরেই দেশে ফিরবে মেসিরা।
 

310

খবরটি জানিয়েছে আর্জেন্তাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টস। তাদের খবর অনুযায়ী, বলিভিয়ার বিপক্ষে ম্যাচটা খেলে আর্জেন্তিনার এজেইজায় ফিরবেন মেসিরা।  কিন্তু এই সিদ্ধান্ত কেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।
 

410

আর্জেন্টিনার ওই সংবাদ মাধ্যম মেসিদের দেশে ফেরার কারণ হিসেবে জানিয়েছে, ব্রাজিলে করোনার প্রভাব দিন দিন খারাপ হচ্ছে। সেই কারণেই দেশে ফিরতে চায় আর্জেন্টিনা দল।
 

510

প্রথমমে ঠিক হয়েছিল ব্রাজিলে থেকেই অনুশীলন করবে লিওনেল স্কালোনির দল। কিন্তু ব্রাজিলের করোনা পরিস্থিতি যেভাবে খারাপ হচ্ছে তাতে ঝুঁকি নিতে চাইছে না নীল-সাদা ব্রিগেড।
 

610

এছাড়াও ২৯ তারিখ আর্জেন্টিনার গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলার পর কোয়ার্টার ফাইনালের খেলা ৪ জুলাই। তাই এই সময়টা ব্রাজিলে অনুশীলন করতে চাইছে না দলের প্লেয়াররা।
 

710

তাই কোয়ার্টার ফাইনালের আগে দেশের মাটিতেই অনুশীলন সারতে চান মেসি, দি মারিয়া, আগুয়ারোরা। যদিও এই বিষয়ে আর্জেন্টিনা দলের তরফ থেকে এই বিষয়ে সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি।

810

২৯শে জুন গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলে আবার ৪ জুলাই কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্তিনা। ততদিন নিজেদের দেশের মাটিতেই অনুশীলন করতে চান লিওনেল মেসিরা।

910

এর আগেও নাকি গ্রুপ লিগের মাঝে দেশে ফেরার কথা ছিল লিওনেল স্কালোনির ছেলেদের। কিন্তু দু’দিন পরেই প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার জন্য তারা আর দেশে ফেরেনি।

1010

তবে শুধু বসুরক্ষার জন্যই দেশে ফিরতে চায় আর্জেন্টিনা দল। কোয়ার্টার ফাইনালের আগে ফের ব্রাজিলে ফিরে আসবে মেসিরা।

Share this Photo Gallery
click me!
Recommended Photos