সেই জার্সিই নিলামের প্রস্তাব দিচ্ছেন আমেরিকার এক নিলাম সংস্থার প্রধান ডেভিড আমেরমান। তিনি বলেন, “ওই জার্সির দাম নির্ধারণ করা কঠিন। তবে ২০ লক্ষ ডলার খরচ করতে রাজি থাকবেন যে কেউ।” অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ কোটি ৭৯ লক্ষ টাকা দাম উঠতে পারে বলে ডেভিডের মত।