ডিনাইজ বুয়েনো, ব্রাজিল-
ডিনাইজ বুয়েনো ব্রাজিলের অপর এক রেফারি যার একঝলক দেখতে পাগল হয়ে যান ফুটবল প্রেমিরা। ২৩ বছরের সুপার মডেল বুয়েনো জীবনের প্রথম ম্যাচেই সকলকে তার রূপ দিয়ে মুগ্ধ করে দিয়েছিলেন। তার প্রথম ম্যাচটি খেলা হয়েছিল সাও পাউলোতে। ডিজায়ার এবং স্পটিং-- এই দুই দল সে দিন মাঠে নেমেছিল। স্কিন টাইট একটি সাদা রঙের টি-শার্ট এবং কালো প্যান্টে ঝড় তুলেছিলেন ডিনাইজ। ফুটবলার তো বটেই, এমনকী গোটা মাঠের দর্শক থেকে সকলের নজর ছিল সেক্সি এই রেফারির দিকেই। রেফারিং ছাড়াও মডেলিং করেন ডিনাইজ ।