কিন্তু মেসির মারাদোনাকে শ্রদ্ধা জানানো প্রসঙ্গে বার্সা ম্যানেজার রোনাল্ড কোমান বলেছেন, “এটাই প্রত্যাশিত ছিল ওর থেকে।” সতীর্থ ফিলিপে কুতিনহো বলেছেন, “মারাদোনা শুধু আর্জেন্টিনা নয়, আমাদেরও গর্ব। বিশ্ব ফুটবলের চরম বিস্ময়। লিয়োর শ্রদ্ধা নিবেদনে আমরাও অভিভূত।” মেসিও তার গুরুকে গোল উৎসর্গ করতে পারায় সন্তুষ্ট।