মারাদোনাকে হৃদয় ছুঁয়ে যাওয়া শ্রদ্ধাঞ্জলি মেসির, জরিমানা বার্সার

রবিবার লা লিগা ওসাসুনার বিরুদ্ধে অনবদ্য গোল করে প্রয়াত কিংবদন্তী ফুটবলার ও তার গুরু মারাদোনাকে শ্রদ্ধা জনালেন লিওনেল মেসি। বার্সা তারকার অভিনব এই শ্রদ্ধা কুর্ণিশ কুড়িয়েছে গোটা বিশ্বের। কিন্তু এই কুর্নিশের কারণেই এবার জরিমানার শিকার হতে হল বার্সাকে।
 

Sudip Paul | Published : Nov 30, 2020 9:49 PM
19
মারাদোনাকে হৃদয় ছুঁয়ে যাওয়া শ্রদ্ধাঞ্জলি মেসির, জরিমানা বার্সার

২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কিংবদন্তী ফুটবলার দিয়াগো মারাদোনা। ৮৬-র বিশ্বকাপ জয়ের নায়ক নিজের গুরুর প্রয়াণে ব্যাথিত লিওনেল মেসি। 

29

ট্যুইটারে লিখেছিলেন, 'আর্জেন্তিনার প্রতিটি মানুষ এবং ফুটবলের জন্য আজ অত্যন্ত দুঃখের দিন। দিয়েগো আমাদের ছেড়ে চলে গিয়েছে। কিন্তু আমাদের ছেড়ে কখনও যাবে না দিয়েগো। কারণ ও চিরন্তন। দিয়েগোর সঙ্গে যে সব সুন্দর মুহূর্ত কাটিয়েছি, তা আমার স্মৃতিতেই থাকবে। দিয়েগোর পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাই।' 

39

২০১০ আফ্রিকা বিশ্বকাপে আর্জেন্তিনার কোচের ভূমিকায় ছিলেন ফুটবলের রাজপুত্র। সেই সময় মেসিকে আগলে রেখেছিলেন তিনি। সাংবাদিক বৈঠকের চাপও নিজেই সামলাতেন, মেসিকে খোলা মনে খেলার জন্য। যদিও সেই বিশ্বকাপে জার্মানির কাছে হেরে স্বপ্ন শেষ হয়েছিল মারাদোনার। এছাড়াও মেসি-মারাদোনার একসঙ্গে কাটানো বহু স্মৃতি রয়েছে। 
 

49

রবিবার  লা লিগার ম্যাচের ৭৩ মিনিটে ওসাসুনার তিন ডিফেন্ডারকে হেলায় পরাস্ত করে বক্সের উপর থেকে বাঁ পায়ের শটে গোল করলেন মেসি। তার পরেই বার্সেলোনার জার্সি খুলে ফেলেন লিও। ভিতরে পরে ছিলেন ছোট বেলার ক্লাব  নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের জার্সি।
 

59

দু’হাত আকাশের দিকে তুলে তাকিয়ে থাকেন কিছু ক্ষণ।  নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে মারাদোনা ও মেসি দুজনের জার্সি নাম্বারইব ছিল ১০। সেই ১০ নম্বর জার্সি পরেই মারাদোনাকে গোল উৎসর্গ করে শ্রদ্ধা জানান মেসি।

69

১৯৯৩ সালে কেরিয়ারের সায়াহ্নে নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবে যোগ দিয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছিলেন মারাদোনা। যদিও কোনও গোল তিনি করতে পারেননি তিনি।

79

পরের বছর এই ক্লাবেই সই করেন মেসি। তাঁকেও দেওয়া হয়েছিল মারাদোনার ছেড়ে যাওয়া বিখ্যাত ১০ নম্বর জার্সি। যেই জার্সি তার জীবনের অন্যতম সেরা মুহূর্ত বলে জানিয়েছেন লিও।

89

মেসির এই শ্রদ্ধা নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। কিন্তু জার্সি খুলে ফেলায় মেসিকে মাঠে হলুদ কার্ড দেখান রেফারি। এছাড়াও স্প্যানিশ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, তিন হাজার ইউরো জরিমানা দিতে হবে বার্সেলোনাকে। রেফারির ডিসিপ্লিনারি কোডের ৯১ নম্বর ধারা অনুযায়ী এই জরিমানা বার্সেলোনাকে দিতে হবে।

99

কিন্তু মেসির মারাদোনাকে শ্রদ্ধা জানানো প্রসঙ্গে বার্সা ম্যানেজার রোনাল্ড কোমান বলেছেন, “এটাই প্রত্যাশিত ছিল ওর থেকে।” সতীর্থ ফিলিপে কুতিনহো বলেছেন, “মারাদোনা শুধু আর্জেন্টিনা নয়, আমাদেরও গর্ব। বিশ্ব ফুটবলের চরম বিস্ময়। লিয়োর শ্রদ্ধা নিবেদনে আমরাও অভিভূত।” মেসিও তার গুরুকে গোল উৎসর্গ করতে পারায় সন্তুষ্ট।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos