২. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-
৩৫ বছর বয়সে যেখানে অনেক ফুটবলার অবসর নেওয়ার কথা ভাবেন, সেখানে এখনও সমান সপ্রতিভ সি আর সেভেন। কোপা ইতালিয়া ফাইনালে তার গোলেই উঠেছিল জুভেন্তাস। সেখানে হারলেও লিগে মোটামুটি ভালো ছন্দে আছে জুভে। চলতি বছরের শুরু থেকে লিগের প্রায় প্রত্যেকটি ম্যাচে গোল করেছেন রোনাল্ডো। এই বছরে এখনও অবধি সবথেকে বেশি গোলের মালিক তিনি। আর চলতি মরশুমে সিঁরি আ-তে ২৮ ম্যাচে ২৮ গোল করেছেন তিনি। সাথে ৫ টি গোলের ক্ষেত্রেও সহযোগিতা করেছেন। সিঁরি আ-র দৌড়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছে জুভে। তার সাথে চ্যাম্পিয়ন্স লিগে যদি ভালো কিছু করতে পারেন তবে ষষ্ঠ ব্যালন দি-অর জিততেও পারেন তিনি।