যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নিয়েছিলেন আর্টেম ডিজুবা। তিনি লিখেছিলেন, সবাই একটা ভুল করে, আমিও করে ফেলছি। কিন্তু আমি অনুতপ্ত। আর ভালো মানুষ হয়ে উঠতে চাই। ক্ষমা চাওয়ার পর কিছুটা নমনীয় হয় তার জাতীয় দল। তারপর তাকে দলে ডাকা হয়েছিল ও আর্থিক জরিমানা করা হয়েছিল। তারপর থেকে আর কোনও ভুল করেননি আর্টেম ডিজুবা।