মুম্বই ম্যাচে ঘুরে দাঁড়াতে কঠোর অনুশীলন লাল-হলুদের, দলের উপর আস্থা ফাউলারের

ডার্বি হারের ক্ষতের মধ্যেই মঙ্গলবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। আইএসএলের দ্বিতীয় ম্যাচ জিতে জয়ে ফিরতে মরিয়া রবি ফাউলারের দল। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে হারের থেকে শিক্ষা নিয় দলের ভুল ত্রুটি যতটা সম্ভব শোধরানোর চেষ্টা করেছেন লাল-হলুদের ব্রিটিশ কোচ। মুম্বইয়ের বিরুদ্ধে দলে বেশ কয়েকটি পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন ফাউলার। 
 

Sudip Paul | Published : Dec 1, 2020 7:47 AM IST
110
মুম্বই ম্যাচে ঘুরে দাঁড়াতে কঠোর অনুশীলন লাল-হলুদের, দলের উপর আস্থা ফাউলারের

ডার্বি হারের পর সমর্থকদের কাছে সময় চেয়েছিলেন এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। মঙ্গলবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নামার আগেও দলের প্রতি ভারসার সুর শোনা গেল লাল-হলুদ কোচের গলায়। 
 

210

ডার্বিতে মূলত দুটি কারণেই ডুবতে হয়েছিল এসসি ইস্টবেঙ্গলকে। রক্ষণ ও আক্রমণ বিভাগের গাফিলতির জেরেই ম্যাচ হারতে হয়েছিল বলে মনে করেন ফাউলার। তাই মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে এই দুই বিভাগে বেশি জোর দিয়েছেন ফাউলার।
 

310

সাধারণত ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে ফুটবলারদের বিশ্রাম দেন ফাওলার। কিন্তু মুম্বই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রবিবার অ্যান্টনি পিলকিংটন, জেজে লালপেখলুয়াদের নিয়ে অনুশীলনে নেমে পড়েছিলেন তিনি।

410

এমনকী মুম্বই ম্যাচে দলের জয় নিয়ে এতটাই সিরিয়ায় ফাউলার যে সোমবারও দলকে অনুশীলন করিয়েছেন। যাবতীয় সব ভুল ত্রুটি শোধরানোর চেষ্টা করেছেন ব্রিটিশ কোচ।

510

অনুশীলন মূলত পাসিং ফুটবল, সেটপিস, কর্ণার, একে অপরের সঙ্গে বোঝাপড়া ওগোল স্কোরিংয়ের অনুশীলন করিয়েছেন লাল-হলুদের কোচ। 
 

610

জয়ে ফিরতে মরিয়া উঠে হয়েছেন লাল-হলুদ ফুটবলাররা। অনুশীলনে নিজেদের উজার করে দিয়েছেন ফক্স, দেবজিত, পিলকিংটন, জেজেরা। মুম্বই ম্যাচ জয় ছাড়া কিছুই ভাবতে নারাজ তারা।

710

রক্ষণের সমস্যা দূর করতে মুম্বই ম্য়াচে রানা ঘরামির জায়গায় স্টপারে নারায়ণ দাসকে খেলানোর ভাবনাচিন্তাও চলছে লাল-হলুদ অন্দরমহলে। সে ক্ষেত্রে ফাওলার লেফ্ট ব্যাক হিসেবে খেলাতে পারেন বিকাশ জাইরুকে।
 

810

এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে জেজে-কে দলে রাখলেও খেলাননি ফাওলার। আজ, মঙ্গলবার জাতীয় দলের প্রাক্তন স্ট্রাইকারের খেলার সম্ভাবনা উজ্জ্বল। তবে শুরু থেকেই জেজে খেলবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

910

মুম্বই সিটি এফসি যে যথেষ্ট কঠিন প্রতিপক্ষ তা মানছেন লাল হলুদ কোচ রবি ফাউলার। প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন তিনি। তবে দল আজকের ম্যাচে ঘুরে দাঁড়াবে সে বিষয়ে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গলের বিদেশী কোচ।

1010

দলের প্রতি ভরসা রাখছেন লাল-হলুদ সমর্থকরাও। দলের সমর্থকদের একটা দারুণ ম্যাচ উপহার দিতে চান বলে জানিয়েছেন এসসি ইস্টবেঙ্গলের অধিনায়ক ড্যানি ফক্স। সব মিলিয়ে জয়ের খোঁজে লাল-হলুদ শিবির।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos