কোপা চ্যাম্পিয়ন হওয়ার পর শিশু সুলভ উচ্ছ্বাস, ছবিতে দেখুন মেসির স্বপ্নপূরণের প্রতিটি মুহূর্ত

Published : Jul 11, 2021, 12:03 PM IST

দীর্ঘ ২৮ বছর পর আন্তর্জাতিক ফুটবল মঞ্চে ফের একবার নিজেদের ডঙ্কা বাজাল আর্জেন্টিনা। দেশের জার্সিতে ব্যর্থতার পরিসংখ্যানকে বিদায় জানিয়ে অধিনায়ক হিসেবে দেশকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন করল মেসি। ফাইনালে দি মারিয়ার গোলে চির প্রতীদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শুধু ট্রফি জয় নয়, সমালোচকদেরও জবাব দিলেন মেসি। ম্যাচে লড়াই, জয়ের পর বাঁধ ভাঙা আনন্দ, বন্ধু নেইমারকে সান্তনা ও পরিবারের সঙ্গে ফোনে শিশু সুলভ ভঙ্গিতে কথা বলা মেসির প্রতি মুহূর্তে অভিব্যক্তি ছিল হৃদয় ছুঁয়ে যাওয়ার মত।   

PREV
114
কোপা চ্যাম্পিয়ন হওয়ার পর শিশু সুলভ উচ্ছ্বাস, ছবিতে দেখুন মেসির স্বপ্নপূরণের প্রতিটি মুহূর্ত
শুরু থেকেই জয়ের জেদ নিয়ে নেমেছিল মেসি ও আর্জেন্টিনা।
214

২২ মিনিটে দি মারিয়ার অসামান্য গোলে লিড পেয়ে যায় নীল-সাদা ব্রিগেড।
 

314

প্রিয় বন্ধুর গোলে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসে মাতেন মেসি।

414

এরপর দুই দল একাধিক সুযোগ পেলেও আর গোল আসনে। ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা।
 

514
ম্য়াচের জয়ের পর মেসিকে নিয়ে উচ্ছ্বাসে মাতে আর্জেন্টিনা দলের সদস্যরা।
614
জয়ের আনন্দে গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে জড়িয়ে ধরেন মেসি।
714
ম্য়াচ হারের পর নেইমার কান্নায় ভেঙে পড়েন। তাকে জড়িয়ে ধরে সান্তনা দেন লিও।
814
মাঠে বসেই পরিবারের সঙ্গে ভিডিও কলে শিশু সুলভ ভঙ্গিতে উচ্ছ্বাস প্রকাশ করেন মেসি।
914
প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা ও সেরা প্লেয়ার নির্বাচিত হন লিওনেল মেসি।
1014
কোপা আমেরিকা ট্রফি জয়ের পর মেসির উচ্ছ্বাস ছিল বাঁধ ভাঙা।
1114
দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বপ্নপূরণে মুহূর্ত।
1214

সতীর্থদের সঙ্গে ট্রফি জয়ের পর ফটো সেশনও করেন মেসি।

1314
শেষে সমর্থকদের সঙ্গেও মাঠে ট্রফি রেখে উল্লাসে মাতেন মেসি
1414

অবশেষে প্রতীক্ষার অবসান হওয়ায় আজ নিশ্চিন্তে ঘুমোবেন আধুনিক ফুটবলের জাদুকর।

click me!

Recommended Stories